শিরোনাম
সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএলের পর্দা উঠবে ৪ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের পর্দা উঠবে ৪ নভেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের পর্দা উঠবে ৪ নভেম্বর। এবারের আসরে খেলবে ৭টি দল। এই লক্ষ্যে ৩০ সেপ্টেম্বর খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত হবে। তৃতীয় আসরে ফ্র্যাঞ্চাইজি না পাওয়া রাজশাহী ও খুলনা বিপিএলে ফিরছে। এ ছাড়া বকেয়া পাওনা পরিশোধ না করায় সিলেট সুপার স্টার্স ফ্রাঞ্চাইজির আগের মালিক পক্ষ আলিফ গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল করে বিপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করে। খুলনা ও রাজশাহী ফ্রাঞ্চাইজির জন্য আগ্রহী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

বিসিবি জানায়, তারা চারটি প্রতিষ্ঠান রাজশাহী ও খুলনার ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিল। প্রতিষ্ঠানগুলোর নাম হচ্ছে জেমকন গ্রুপ, ম্যাঙ্গো এন্টারটেইনম্যান্ট লি., তানভীর ফুড লি. ও ল্যাবএইড গ্রুপ। এদের মধ্যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ম্যাঙ্গো এন্টারটেইনম্যান্ট লি. আর জেমকন গ্রুপ আগ্রহ দেখিয়েছে খুলনার ব্যাপারে। ঈদের পর বিসিবি দুই অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি কে পাচ্ছে, তা চূড়ান্ত করবে। উল্লেখ্য বিপিএলের প্রথম দুই আসরে খেলেছিল দুরন্ত রাজশাহী ও খুলনা রয়্যাল বেঙ্গলস ফ্র্যাঞ্চাইজি দুটি। নানা বিতর্কে বন্ধ থাকার পর গত বছর আবার নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন হয়।

সর্বশেষ খবর