শিরোনাম
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হেরেই চলেছেন মরিনহো

ক্রীড়া ডেস্ক

হেরেই চলেছেন মরিনহো

স্যার আলেক্স ফার্গুসন যুগ শেষ হওয়ার পর ম্যানচেস্টার ইউনাইটেড বহু পরীক্ষা-নিরীক্ষা করেছে। কিন্তু কোনো লাভই হচ্ছে না। ডেভিড ময়েসের পর লুই ফন গালও ব্যর্থ হলেন। এরপর ফার্গুসনের পরামর্শেই ম্যানইউ দায়িত্ব দিল ‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত পর্তুগিজ কোচ হোসে মরিনহোর ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগে দলটা পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটির সঙ্গে ঠিকই পাল্লা দিয়ে চলছিল। তবে ম্যানচেস্টার ডার্বিতে হেরে গেলেন মরিনহো। গার্ডিওলার জয়রথ ছুটে চলল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও। সার্জিও আগুয়েরোর হ্যাটট্রিকে দুরন্ত জয় পেয়েছে ম্যানসিটি। তবে ম্যানইউ উয়েফা ইউরোপা লিগে শুরুতেই হোঁচট খেল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই রেড ডেভিলরা হেরে গেল ডাচ ক্লাব ফেনর্ডের কাছে। গত বৃহস্পতিবার ১-০ গোলে হেরেই বাড়ি ফিরেছে মরিনহোর শিষ্যরা। ডাচ ফুটবলার টনির একমাত্র গোলে ম্যানইউকে হারিয়েছে ফেনর্ড। এ পরাজয়ে গ্রুপ পর্ব পাড়ি দেওয়াটাই কঠিন হয়ে গেল রেড ডেভিলদের জন্য।

প্রথম ম্যাচে হেরে যাওয়ায় হোসে মরিনহোর জন্য এবার কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে। পরাজয় যেন পিছু ছাড়ছেই না তার। গত ৩১টা ম্যাচের ১৩টাতেই হেরেছেন তিনি! পরাজয়ের এ ধারা বদলাতে হলে হোসে মরিনহোকে নতুন কোনো পরিকল্পনাই করতে হবে। না হলে ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কাউকে খুঁজে নেবে। ঠিক লুই ফন গালের সঙ্গে যে আচরণ করেছে, তা মরিনহোর সঙ্গেও করতে পারে রেড ডেভিলরা!

এদিকে উয়েফা ইউরোপা লিগে হেরে গেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও। তারা ২-০ গোলে পরাজয় স্বীকার করেছে ইসরায়েলি ক্লাব হ্যাপলের কাছে। এ পরাজয়ের পর ইন্টার মিলানের জন্যও নকআউট পর্ব নিশ্চিত করা অনেক কঠিন হয়ে গেল। অবশ্য এখনো গ্রুপ পর্বের বেশ কয়েকটা ম্যাচ বাকি। এর মধ্যে ঘুরে দাঁড়াতেও পারে ফেবারিটরা। ইউরোপা লিগে গত বৃহস্পতিবার ম্যানইউর আর ইন্টার মিলান হেরে গেলেও জয় পেয়েছে ডাচ ক্লাব আয়াক্স। তারা গ্রিক ক্লাব প্যানাথিনাকসকে ২-১ গোলে হারিয়েছে। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছে সুইস ক্লাব জুরিখকে। এ ছাড়া জার্মান ক্লাব শালকে জিরো ফোর ১-০ গোলে নিসকে এবং ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ১-০ গোলে কন্যাসপুরকে হারিয়ে শুভযাত্রা করেছে ইউরোপা লিগে। জয় পেয়েছে ইংলিশ ক্লাব সাউদ্যাম্পটনও। তারা স্পার্টা প্রাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে। তবে হেরে গেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। ইতালিয়ান ক্লাব সাসুলোর কাছে ৩-০ গোলের পরাজয় স্বীকার করেছে অ্যাথলেটিক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর