শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নারী ফুটবলাররা ঢাকায় ফিরলেন মাইক্রোবাসে চড়ে

ময়মনসিংহ প্রতিনিধি

নারী ফুটবলাররা ঢাকায় ফিরলেন মাইক্রোবাসে চড়ে

ঢাকায় ফেরার পর পরস্পরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন অনূর্ধ্ব-১৬ দলের নারী ফুটবলাররা —বাংলাদেশ প্রতিদিন

ফুটবলের মহাকাব্যের পাতায় স্বর্ণাক্ষরে নিজেদের নাম লেখানো সানজিদা-মারিয়া-তহুরারা এবার ঢাকায় ফিরলেন মাইক্রোবাস করে। গতকাল সকাল ৮টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম থেকে ভাড়া করা মাইক্রোবাসে চেপে ৯ ফুটবলার ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সঙ্গে ছিলেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন। সানজিদার বাবা লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা নেওয়ার কথা রয়েছে। পরদিন থেকেই এই ফুটবলকন্যারা শুরু করবে সাফের জন্য ক্যাম্প। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের টানা পাঁচ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে এই মেয়েরা। প্রতিপক্ষের জালে ২৬ বার গোল করে গোল উৎসবে মাতে বাংলার বাঘিনীরা। এর পরই ঈদের ছুটিতে চলতি মাসের ৬ তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে লোকাল বাস করে ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামে পাঠায়  ইতিহাস রচনাকারী এসব ফুটবলকন্যাদের। দেশের শীর্ষ স্থানীয়  দৈনিক বাংলাদেশ প্রতিদিনসহ কয়েকটি মিডিয়ায় এ খবর ফলাও করে প্রচারও করা হয়। আর তখন থেকেই সমালোচনার মুখে পড়ে বাফুফে। মূলত এর পরই টনক নড়ে বাফুফের। মেসি-খ্যাত তহুরা বলেন, ‘প্রতিবার আমরা বাস অথবা ট্রেন যোগে যাতায়াত করলেও এবারই প্রথম বাফুফের ভাড়া করা নিজস্ব পরিবহনে ঢাকায় যাচ্ছি। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।’

সর্বশেষ খবর