শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

স্টার্কের পায়ে ৩০ সেলাই

ক্রীড়া ডেস্ক

স্টার্কের পায়ে ৩০ সেলাই

চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। এ সফর থেকে বিশ্রামে রাখা হয়েছিল মিচেল স্টার্ককে। টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের জন্য বিশ্রাম হচ্ছে মধুর এক সময়। কিন্তু বিশ্রামের সময় মোটেও সুখের হচ্ছে না স্টার্কের। অনুশীলন করার সময় তার পায়ে চোট লাগে। আর তাতে ৩০টি সেলাই দিতে হয়েছে।

অনুশীলনের সময় ব্যবহৃত যন্ত্রপাতির সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে ধাক্কা লেগে বড় ক্ষত হয় স্টার্কের পায়ে। তবে কোনো হাড় ভাঙেনি। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসক জন অরচার্ড বলেছেন, ‘স্টার্কের পায়ে ৩০টি সেলাই দিতে হয়েছে। অস্ত্রোপচার করার পর পায়ের ক্ষতও সারিয়ে তোলা হয়েছে। তবে হাড়ে কোনো চিড় দেখা যায়নি। তবে সেলাই শুকাতে অন্তত তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে। এ সময়ে তার পা বেশি নাড়াচাড়া করা যাবে না। আশা করছি, আগামী গ্রীষ্মেই মাঠে ফিরতে পারবেন স্টার্ক।’ শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হলেও সফল ছিলেন মিচেল স্টার্ক। লঙ্কান ব্যাটসম্যানদের বিপক্ষে একাই লড়েছেন এ বাঁ-হাতি ফাস্ট বোলার। সে আত্মবিশ্বাস নিয়ে যখন প্রোটিয়াসদের বিপক্ষে ক্রিকেট লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দুর্যোগ নেমে আসে তার কপালে। পায়ে সেলাই পড়ায় শুধু প্রোটিয়া সিরিজই নয়, অনুপস্থিত থাকতে পারেন ভারত সফরেও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর