শিরোনাম
শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ব্যালন ডি’অর ফিরছে ফ্রান্সে

ক্রীড়া ডেস্ক

ব্যালন ডি’অর ফিরছে ফ্রান্সে

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে ২০১০ সালের এক চুক্তির ফলে ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার একটা হয়ে গিয়েছিল। নাম দিয়েছিল ফিফা ব্যালন ডি’অর। এ চুক্তির মেয়াদ আগামী জানুয়ারিতেই শেষ হচ্ছে। ফিফার পক্ষ থেকে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে, এ চুক্তির মেয়াদ আর বৃদ্ধি করতে চায় না তারা। এর ফলে ব্যালন ডি’অর ফিরছে ফ্রান্সে। আর ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কারও নতুন করে শুরু হচ্ছে। ফিফা ব্যালন ডি’অরে ইউরোপের সাংবাদিক এবং ফিফার সদস্য দেশগুলোর অধিনায়ক ও কোচ ভোট দিয়ে সেরা ফুটবলার নির্বাচন করতেন। এবার থেকে ব্যালন ডি’অরের জন্য ভোট দেবেন কেবল ইউরোপের মনোনীত সাংবাদিকরা। জাতীয় দলের অধিনায়ক ও কোচেরা ভোট দেওয়ার ক্ষমতা হারালেন। ফিফা ব্যালন ডি’অর শুরু হওয়ার পর লিওনেল মেসি জিতেছেন চারবার। ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন দুবার। অবশ্য সব মিলিয়ে মেসির দখলে আছে পাঁচটা ব্যালন ডি’অর ট্রফি। রোনালদোর রয়েছে তিনটা।

সর্বশেষ খবর