রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেসিদের গোল উৎসব

ক্রীড়া ডেস্ক

মেসিদের গোল উৎসব

প্রথম গোলের পর মেসির উল্লাস। অভিনন্দন জানাতে ছুটে এলেন নেইমার —এএফপি

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মৌসুমের শুরুতেই এ অবস্থান অবশ্য লিগ শিরোপার উপর কোনো প্রভাব ফেলবে না। এখনো অনেক পথ বাকি। তবে লিওনেল মেসিরা এটাইবা সইবেন কেন! গত ম্যাচে অ্যালামেসের কাছে পরাজয় যেন ঘুমন্ত ভাগকে জাগিয়ে দিয়েছিল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসি হ্যাটট্রিক করে সেলটিকের বিপক্ষে দুরন্ত এক জয় উপহার দিয়েছিলেন কাতালানদের। গতকাল লা লিগার ম্যাচে লেগানেসকে ৫-১ ব্যবধানে হারানোর পথে লিওনেল মেসি করেছেন দুই গোল। গোল করেছেন সুয়ারেজ, নেইমার এবং রাফিনহাও। দুর্দান্ত এ জয়ে অন্তত একদিনের জন্য হলেও শীর্ষস্থান দখলে নিল বার্সেলোনা। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করেছে কাতালানরা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদেরও।

লিওনেল মেসি ইনজুরি থেকে ফিরেই দুর্দান্ত ফর্মে ফিরেছেন। ফর্মে আছেন লুইস সুয়ারেজ আর নেইমারও। কোচ লুইস এনরিকে দারুণ একটা দল পেয়েছিলেন। আর প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই অসাধারণ ফুটবল খেলতে থাকেন মেসিরা। ম্যাচের ১৫ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩১ মিনিটে মেসির বাড়িয়ে দেওয়া বল পেয়ে সহজ গোল করেন সুয়ারেজও। প্রথমার্ধের শেষদিকে সুয়ারেজের পাসে দলের তৃতীয় গোলটা করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধেও বার্সেলোনার দুরন্তপনা সহ্য করতে হয় লেগানেসকে। লিওনেল মেসি পেনাল্টি থেকে দারুণ এক গোল করেন ম্যাচের ৫৫ মিনিটে। এরপর ৬৪ মিনিটে রাফিনহার গোলে বার্সেলোনা জয়ের ষোলকলা পূর্ণ করে। তবে লেগানেসকে একেবারে খালিহাতে মাঠ ছাড়তে হয়নি। বার্সেলোনার জালে বল জড়াবার গৌরব অর্জন করেছে তারা ম্যাচের ৮০ মিনিটে। পাইরেসের গোলে পরাজয়ের ব্যবধান কমায় স্বাগতিকরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর