শিরোনাম
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঘরের মাঠে চেলসি অসহায়

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে চেলসি অসহায়

চেলসিকে হারানোর পর উৎসবে মেতেছেন লিভারপুলের ফুটবলাররা —এএফপি

সোয়ানসে সিটির মাঠে পয়েন্ট হারানোর ধাক্কা সামলে উঠার আগেই বড় রকমের আঘাত পেল চেলসি। নিজেদের মাঠে লিভারপুলের কাছে হেরেই গেল ব্লুজরা। গত শনিবার গভীর রাতে অলরেডরা চেলসিকে হারিয়েই বাড়ি ফিরে। ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নদের তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে জার্গেন ক্লপের দল লিভারপুল।

গত সপ্তাহে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে ঘরের মাঠে পেয়ে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লিভারপুলের এটা তৃতীয় জয়। আর প্রথম তিন ম্যাচ জেতা চেলসি গত রাউন্ডে সোয়ানসের মাঠে ২-২ গোলে ড্র করেছিল। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে চেলসি। বাঁ দিক থেকে ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপ কোটিনহোর দারুণ ক্রস ছয় গজ বক্সের ডান দিকে পেয়ে ভলিতে জালে জড়ান ক্রোয়েশিয়ান ডিফেন্ডার লোভরেন। ২৫তম মিনিটে চেলসির রক্ষণ ভাগের দুর্বলতা আরও পরিষ্কার হয়ে ওঠে। ইংলিশ স্ট্রাইকার ড্যানিয়েল স্টরিজ বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে গোলমুখে ফাঁকা জায়গায় বল বাড়িয়েছিলেন। এবার অবশ্য গোলের দেখা পায়নি অলরেডরা। তবে প্রথমার্ধের বেশির ভাগ সময় প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ ধরে রাখে লিভারপুল। ম্যাচের ৩৫ মিনিটে জর্ডান হেন্ডারসনের চমৎকার গোলে ব্যবধান দ্বিগুণ করে ক্লপের শিষ্যরা। প্রায় ৩০ গজ দূর থেকে এই ইংলিশ মিডফিল্ডারের বিদ্যুৎ গতির বাঁকানো উঁচু শট ডান পোস্ট ঘেঁষে বল জালে জড়ায়। ৬১তম মিনিটে ব্যবধান কমায় চেলসি। বাই-লাইন থেকে ম্যাটিচের বাড়ানো বল ধরে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা। গোললাইনে দাঁড়ানো জেমস মিলনার কস্তাকে ঠেকানোর চেষ্টা করেও পারেননি। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পঞ্চম গোল করলেন দিয়েগো কস্তা। এরপর চেলসি বেশ কয়েকটা দারুণ আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। জয় নিয়েই বাড়ি ফিরে অলরেডরা। এ জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে এভারটন দ্বিতীয় ও চেলসি তৃতীয় স্থানে। চার ম্যাচের সবকটিতে জেতা পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি ১২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান করছে।

সর্বশেষ খবর