রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিশ্বকাপ বাছাইপর্ব

ব্রাজিলে ফিরেছেন সিলভা

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলে ফিরেছেন সিলভা

থিয়াগো সিলভা। ব্রাজিল ফুটবলে পরিচিত নাম। ২০১৪ সালে নিজ দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছিলেন সিলভা। স্বপ্ন ছিল ঘরের মাঠে বিশ্বকাপ জেতার। যা ১৯৫০ সালে পারেনি। রানার্সআপ হয়েই সন্তুষ্ট ছিল। কিন্তু ২০১৪ সালে সেমি থেকে বিদায়। জার্মানির কাছে ১-৭ গোলে বিধ্বস্ত হয়েছিল। সেমিতে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি নির্ভরযোগ্য তারকা নেইমার। কার্ডের কারণে মাঠে ছিলেন না অধিনায়ক সিলভা। এরপর থেকেই তার সময়টা ভালো যাচ্ছিল না। অক্টোবরে বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচে অবশেষে ব্রাজিল দলে ফিরেছেন সিলভা।

প্যারিস সেন্ট জার্মেইর এই সেন্টার ব্যাক মৌসুমে শুরুতে ইনজুরির কারণে খেলতে পারেননি। সিলভার ফিরলেও ইকুয়েডর ও কলম্বিয়া হারানো স্কোয়াড থেকে বাদ পড়েছেন গ্যাব্রিয়েল বারবোসা।

                    ব্রাজিল দল

গোলরক্ষক : অ্যালিসন, ওয়েভারটন, মুরানহা।

ডিফেন্ডার : দানি আলভেস, ফ্যাগনার, মিরান্ডা, মারকুইনহেগ, থিয়াগো সিলভা, জিল, মার্সেলো, ফিলিপ ক্রুইপ।

মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নানদিনহো, পাওলিনহো, অস্কার, উইলিয়ান, লুকাসলিমা, গুইলিয়ানো, ফিলিপ কুতিনহো, রেনাতো আগুস্তো।

ফরোয়ার্ড : ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল, জেসুস, নেইমার ও রবার্তো ফিরমিনো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর