Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৫০
এসেছেন হাতুরা আজ আসবেন ওয়ালশ
ক্রীড়া প্রতিবেদক

ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও সহকারী কোচ রিচার্ড হালসল। আজ ফিরবেন নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। হাতুরাসিংহের সঙ্গে ঢাকায় এসেছেন ব্যাটিং পরামর্শ থিলান সামারাবিরাও। ১১ দিনের লম্বা ছুটির পর আজ থেকে আবার অনুশীলন শুরু হচ্ছে টাইগারদের। এখন আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের চিন্তা মাথায় রেখেই নতুন উদ্যোমে অনুশীলন করবেন ক্রিকেটাররা। সকাল ৯টায় যোগ দিতে হবে অনুশীলন ক্যাম্পে। তবে আনুষ্ঠানিক অনুশীলন শুরু আগেই অনেকে জিম শুরু করে দিয়েছেন। গতকাল মিরপুরে এসেছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। তারা হালকা জিম করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে। অনেকদিন ওয়ানডে ম্যাচ না খেলায় নিজেদের পারফরম্যান্সের গ্রাফটা কেমন অবস্থায় আছে তা দেখে নিতে পারবেন ক্রিকেটাররা। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন সিরিজের আগে এটা একটা পরীক্ষামূলক সিরিজও বটে।

এই পাতার আরো খবর
up-arrow