সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আবারও হারল ম্যানইউ

ক্রীড়া ডেস্ক

আবারও হারল ম্যানইউ

পরাজয়ের পর ম্যানইউ তারকা রুনি ও ইব্রাহিমোভিচ —এএফপি

ম্যানচেস্টার ডার্বি যেন হোসে মরিনহোর জন্য অভিশাপ হয়ে দেখা দিল। ওল্ড ট্র্যাফোর্ডে ডার্বি হারার পর (২-১) থেকে পরাজয় তার পিছু ছাড়ছেই না। উয়েফা ইউরোপা লিগে তারা পরাজয় মেনে নিল ডাচ ক্লাব ফেনর্ডের কাছে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের মতো অনিয়মিত দলও হারিয়ে দিল রেড ডেভিলদের। গতকাল বিকালে প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ পরাজয়ে রেড ডেভিলরা সেরা পাঁচের বাইরে নেমে গেল। ৫ ম্যাচে হোসে মরিনহোর শিষ্যদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে পূর্ণ ১৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি।

পেপ গার্ডিওলা ঠিক যেন বার্সেলোনার মতো একটা দুরন্ত দল গড়ে তুলেছেন ইংলিশ লিগেও। ম্যানচেস্টার সিটিকে নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন তিনি। লিগে তো বটেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও তার দলের অগ্রযাত্রায় বাধ দিতে পারছে না কেউই। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বর্নমাউথকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গার্ডিওলার দল। নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে শনিবার শুরু থেকেই বর্নমাউথের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে সিটি। ইহেনাচোর থেকে পাস পেয়ে প্রথম মিনিটে গোলে শট নিয়েছিলেন কেভিন ডি ব্রুইন। প্রথম আক্রমণে ব্যর্থ হলেও দ্বিতীয়বারে ঠিকই গোল করেন তিনি। ফ্রি কিক থেকে দারুণ এক শটে বর্নমাউথের দেয়াল ভেঙে ম্যানসিটিকে এগিয়ে দেন বেলজিয়ামের মিডফিল্ডার ডি ব্রুইন। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইহেনাচো। বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রহিম স্টার্লিংয়ের নিচু ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়ান নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে ইহেনাচোর নিচু ক্রসে আলতো টোকায় বল জালে পাঠান ইংল্যান্ডের মিডফিল্ডার স্টার্লিং। ডি ব্রুইনের দারুণ এক পাসে বক্সের মধ্যে বল পেয়ে থেকে জোরাল শটে ব্যবধান ৪-০ করেন জার্মানির মিডফিল্ডার গুনডোগান। গতকাল বিকালে ম্যানইউকে নিয়ে যেন ছেলেখেলাই খেলল ওয়াটফোর্ড। ম্যাচের ৩৪ মিনিটেই ওয়াটফোর্ডকে এগিয়ে দেন কাপু। তবে র‌্যাশফোর্ডের ৬২ মিনিটের গোলে সমতায় ফিরেছিল রেড ডেভিলরা। জুনিগা (৮৩) ও ডিনের (৯৫) গোলে শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। এ জয়ে ওয়াটফোর্ড ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে উঠে এসেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। তারা ৩-০ গোলে হারিয়েছে বার্নলিকে। জয় পেয়েছে আর্সেনালও। গানাররা ৪-১ গোলে হারিয়েছে হালসিটিকে। এছাড়া এভারটন ৩-১ গোলে হারিয়েছে মিডলবরোকে। ওয়েস্ট হ্যামকে ৪-২ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর