সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ভারত মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

১৯৯৭ সালের পর ঢাকায় হকিতে বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট হয়নি। বিভিন্ন আসরের বাছাইপর্বই অনুষ্ঠিত হয়েছে। ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ আয়োজনে হকির জনপ্রিয়তা তুঙ্গে উঠে। শহর তো বটে গ্রাম-গঞ্জে গাছের ডাল দিয়ে হকি খেলা শুরু হয়। এক যুগ পর অর্থাৎ ১৯৯৭ সালে ফেডারেশন আয়োজন করে প্রাইম মিনিস্টার কাপ হকি। ভারত-পাকিস্তান অংশ নিলেও সেই আয়োজন তেমনভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। ব্যস্ এরপর বড় কোনো আয়োজন নেই। হকি ফেডারেশন চেষ্টা চালাচ্ছে বড় মানের আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের। কিন্তু ফ্লাড লাইটের ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক হকি ফেডারেশনের সাড়া পাচ্ছে না। বড়দের না হোক, ২৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে জুনিয়র এশিয়া কাপ। ১৮ বছরে সীমাবদ্ধ এই আসরে ছয়টি দল অংশ নেবে। পুল ‘এ’ বাংলাদেশ, ভারত, ওমান। পুল ‘বি’ পাকিস্তান, চাইনিজ তাইপে, হংকং। এশিয়া হকির দুই শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে না। ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৭ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টুর্নামেন্টের জন্য টানা দুই মাস অনুশীলন করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৮ দলের প্রস্তুতি ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তা ব্যবস্থা করতে পারেনি হকি ফেডারেশন। বাংলাদেশের টার্গেট কি? দলের ম্যানেজার কাওসার আলী বলেন, গ্রুপে শক্তিশালী ভারত রয়েছে। তারপরও আশা রয়েছে ভালো কিছু করার।  টুর্নামেন্ট সফল করতে হকি ফেডারেশন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর