মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দর্শকের ভূমিকায় মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

দর্শকের ভূমিকায় মুস্তাফিজ

ফ্লাড লাইটের আলোয় মাশরাফি, তাসকিনরা যখন পূর্ণ রিদমে বোলিং করছিলেন, তখন মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে টাইগারদের অনুশীলন দেখছিলেন মুস্তাফিজুর রহমান। দূর থেকে দেখছিলেন প্রিয় মিরপুরের সবুজ ঘাস, ঘাসের উইকেট। দেখছিলেন কোর্টনি ওয়ালশ, চন্ডিকা হাতুরাসিংহে, দিলীপ সামারাবীরাকে। দেখছিলেন আর হয়তো ভাবছিলেন, অনুশীলনে থাকার কথা ছিল তারও। ২২ গজী উইকেটে আগুন ঝড়ানোর কথাও ছিল তার। কিন্তু আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে সেটা সম্ভব হচ্ছে না। দর্শক হয়েই উপভোগ করতে হবে সিরিজ দুটিকে। প্রিয় ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে না পারায় বেদনায় পুড়ছেন ‘বিস্ময় বালক’ মুস্তাফিজুর রহমান। কাঁধের ইনজুরির অস্ত্রোপচার শেষে এখন মাঠে ফেরার অপেক্ষায় ‘কাটার মাস্টার’ কাল শিগগিরই মাঠে ফেরার ইচ্ছার কথা জানান।

আগস্টে কাঁধের অস্ত্রোপচার করেছেন। ইংল্যান্ডে অস্ত্রোপচার শেষে ফিরে আসেন দেশে এবং এখন রয়েছেন পুরোপুরি বিশ্রামে। ঈদুল আজহা পালন করেছেন পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে। এখন ফিরেছেন ঢাকায়। আগামী ২-৪ দিনের মধ্যে ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে কাজ শুরু করবেন। গতকাল মিরপুর স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখিতে স্বল্পভাষী মুস্তাফিজ অস্ত্রোপচার শেষে ভালো থাকার কথাই বলেন, ‘আলহামদুলিল্লাহ এখন ভালো আছি।’ কাউন্টি ক্রিকেটে খেলার সময় কাঁধে ব্যথা পান। সেখানেই তিনি কাঁধের অস্ত্রোপচার করেন। সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেন। তবে ক্রিকেটে ফিরতে ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে কাটার মাস্টারকে। অস্ত্রোপচারের পর ৬ সপ্তাহ পেরিয়েছে, এখন অনেক ভালো বোধ করছেন মুস্তাফিজ, ‘অস্ত্রোপচারের পর ডাক্তার দেখেছিল। এরপর ৬ সপ্তাহ পেরিয়েছে। ডাক্তারের পরামর্শ মেনেই কাজগুলো করছি। মনে হচ্ছে সবকিছু ভালোর দিকেই যাচ্ছে।’

মাঠের বাইরে বলে জাতীয় দলের অনুশীলন করতে পারছেন না। তাই মিস করছেন বলেন মিডিয়াকে, ‘জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে খেলার মধ্যেই ছিলাম। এখন পারছি  না। খেলতে না পারায় অবশ্যই খারাপ লাগছে। তবে এটা সত্যি, দলের বাইরে থাকলেও সবাই আমাকে বাইরে থেকে সহায়তা করছে।’

২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ। এরপর শুরু হবে ইংল্যান্ড সিরিজ। ডিসেম্বরে খেলতে যাবে নিউজিল্যান্ড। তিনটি সিরিজই মিস করবেন কাটার মাস্টার।

সর্বশেষ খবর