মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন গরু চরান

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ খেলা ক্রিকেটার এখন গরু চরান

ভারতের হয়ে ১৯৯৮ সালে ‘ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ’-এ খেলেছেন বালাজি দামো। অলরাউন্ড পারফর্ম করে ভারতকে তুলে ছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে। ‘দৃষ্টি প্রতিবন্ধী’ ক্রিকেটে ১২৫টি ম্যাচ খেলে করেছেন ৩১২৫ রান। উইকেটও নিয়েছেন ১৫০টি। ৯৮-এর বিশ্বকাপে সেমিতে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে বিদায় নিলেও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন বালাজি। সেই প্রতীভাবান ক্রিকেটার এখন মাঠে মাঠে গরু চরিয়ে বেড়ান। চাষাবাদ করেও সংসার চলে না। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে গড়া ছোট্ট সংসারেও অভাব বালাজির নিত্য সঙ্গী। বালাজি ভারতকে কত সম্মান এনে দিয়েছেন! তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়নের হাত থেকে পুরস্কারও নিয়েছেন। কিন্তু ক্রিকেট ছাড়ার পরই আর কেউ তার খোঁজ রাখেননি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাঝে মধ্যে বিভিন্ন ব্লাইন্ড স্কুলে কোচিং করাতেন। কিন্তু এখন শারীরিক দুর্বলতার কারণে হাত কাঁপে। কোচিংও করাতে পারেন না ঠিক মতো। মাসে সর্বসাকুল্যে তার দুই থেকে তিন হাজার টাকা আয়। এই সামান্য আয় দিয়ে তিন বেলা ঠিক মতো ভাতও জোটে না।

সর্বশেষ খবর