মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

প্যারালিম্পিকে সেরা চীন

ক্রীড়া ডেস্ক

রিও ডি জেনিরোতে গ্রীষ্মকালীন অলিম্পিকে সেরা দল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্যারালিম্পিকে সেরা হতে পারল না মার্কিনিরা। এখানে দাপট দেখিয়েছে চীনা অ্যাথলেটরা। মোট ৫২৯টা সোনার মধ্যে ১০৭টাই জিতে নিয়েছে তারা। রুপা ও তামা মিলে সর্বমোট ২৩৯টা পদক জিতেছে চীনা অ্যাথলেটরা। দ্বিতীয় স্থানে আছে ৬৪টি সোনাসহ মোট ১৪৭টি পদক জেতা গ্রেট ব্রিটেন দল। ৪১টি সোনাসহ মোট ১১৭টি পদক জিতে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন।

৪০টি সোনাসহ মোট ১১৫টি পদক জিতে চার নম্বরে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্বাগতিক ব্রাজিলের অবস্থান ৮ নম্বরে। ১৪টি সোনাসহ মোট ৭২টি পদক জিতেছে ব্রাজিলিয়ান অ্যাথলেটরা। গ্রীষ্মকালীন প্যারালিম্পিক শুরু হয়েছিল গত ৭ সেপ্টেম্বর। শেষ হয়েছে গতকাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর