মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জুভেন্টাসকে হারাল ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক

ইন্টার মিলান টানা দুই ম্যাচে জুভেন্টাসকে সর্বশেষ হারিয়েছিল ২০০৯-১০ মৌসুমে। এরপর ডার্বি দ্য ইতালিয়াতে জয় পাওয়াটাই কঠিন হয়ে উঠেছিল ইন্টার মিলানের। তবে হারানো গৌরব আবারও ফিরে পেয়েছে তারা। গত রবিবার নিজেদের মাঠে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এর আগের ম্যাচে তারা ডার্বি দ্য ইতালিয়াতে নিজেদেরই মাঠে জুভেন্টাসকে হারিয়েছিল ৩-০ গোলে। তবে ইন্টার মিলান সিরিএ লিগে ডার্বি দ্য ইতালিয়া জিতল ২০১২ সালের পর এই প্রথম। অবশ্য জুভেন্টাসকে হারালেও সিরিএ লিগে পয়েন্ট তালিকায় খুব একটা উন্নতি হয়নি ইন্টার মিলানের। চার ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে তারা ছয় নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে নেপোলি। ইন্টারের কাছে হেরে গেলেও ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস।

মৌসুমে বাজে শুরুর পর ঘুরে দাঁড়ানো ইন্টার মিলানের কাছে তেমন একটা পাত্তা পায়নি ইতালিয়ান সিরিএ লিগের বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রতিপক্ষের মাঠে প্রথমে এগিয়ে গেলেও ১০ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে হেরে গেছে তারা। রবিবার সন্ধ্যায় ইন্টার নিজেদের মাঠে ২-১ গোলে ইউভেন্তুসকে হারিয়েছে। প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইন্টারের এটা লিগে টানা দ্বিতীয় জয়। আর প্রথম তিন ম্যাচে জেতা বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের এটা প্রথম হার। ম্যাচের শুরু থেকে ইন্টার তুলনামূলক ভালো খেললেও প্রথমে গোল পায় জুভেন্টাস। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৬তম মিনিটে কাছ থেকে বল জালে জড়ান সুইস ডিফেন্ডার স্টিফেন। দুই মিনিট পরেই অবশ্য কর্নারে হেড করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টিনার ফরোয়ার্ড মাউরো ইকার্ডি। আর ৭৮তম মিনিটে দলের জয়সূচক গোলটি করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার আইভান পেরিসিচ।

এদিকে ইতালিয়ান সিরিএ লিগে হেরে গেছে রোমাও। ফিওরেন্টিনার কাছে ১-০ গোলের পরাজয় স্বীকার করেছে তারা। চার ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান করছে রোমা।

সর্বশেষ খবর