বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
অনূর্ধ্ব-১৮ হকি

বাংলাদেশের টার্গেট ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর ঢাকা মওলানা ভাসানী স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির পর্দা উঠবে। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, চীন ও ওমান আসরে অংশ নেবে। উদ্বোধনী দিনেই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর লড়বে ওমানের বিপক্ষে। হকি ফেডারেশনের আশা পাকিস্তানকে টপকে ফাইনালে খেলবে বাংলাদেশ। ২০০১ সালে প্রথম আসরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ। ২০০৯ ও ২০১১ অংশ নেওয়া হয়নি।

হকি ফেডারেশনের সেই আশা পূরণ হওয়া সময় সাপেক্ষ ব্যাপার। প্রত্যাশা পূরণে পাশে থাকার ঘোষণা দিয়ে এগিয়ে এসেছে কর্পোরেট হাউজ বেক্সিমকো। এই প্রথম তারা এলো হকি অঙ্গনে। প্রতিষ্ঠানটি এই টুর্নামেন্ট শুধু স্পন্সর নয়, হকির ভবিষ্যৎ পরিকল্পনায়ও পাশে থাকার ঘোষণা দিয়েছে। গতকাল সংবাদ সম্মেলনে বেক্সিমকো গ্রুপের ডাইরেক্টর এবং পেট্রোলিয়াম অ্যান্ড এলএলজি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমল কবির বলেন, ফেডারেশন আমাদের যে ভবিষ্যৎ পরিকল্পনা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। আমরা মনে করি অদূর ভবিষ্যতে হকি পৌঁছাবে সেই জায়গায় যেখানে আজ ক্রিকেট অবস্থান করছে।

সর্বশেষ খবর