বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

অতিথিদের বরণ করতে প্রস্তুত বার আউলিয়ার পুণ্য ভূমি বন্দরনগরী চট্টগ্রাম। মাশরাফি বাহিনী ও ইংলিশদের আতিথেয়তা ও নিরাপত্তার হেরফের না করতে এখন চলছে বিরামহীন শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্রীড়া সংগঠক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী, সবাই যার যার মতো করে করছে আতিথেয়তা ও নিরাপত্তা পরিকল্পনা। বাদ যাচ্ছে না চট্টগ্রামের ক্রিকেটমোদীরাও, তারাও জমজমাট আরেকটা সিরিজ দেখার অপেক্ষায় প্রহর গুনছে। চট্টগ্রাম ভেন্যুর সার্বিক প্রস্তুতি নিয়ে চট্টগ্রামের মেয়র ও বিসিবি’র সহ-সভাপতি আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘ইংল্যান্ড দলকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম। এ সফরের শুরুতে নিরাপত্তা নিয়ে কথা উঠলেও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট  বোর্ডের (ইসিবি) ক্রিকেট বিভাগের পরিচালক জন কার, ইসিবির নিরাপত্তা প্রধান রেগ ডিকাসন ও ইংল্যান্ডের পেশাদার ক্রিকেটারদের সংগঠন পিসিএর প্রধান নির্বাহী ডেভিড  লেদারডেইল ভেন্যু সফরের পর সব শঙ্কা কেটে গেছে। ইসিবি’র প্রতিনিধি দল আমাদের নিরাপত্তা পরিকল্পনা ও সার্বিক প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই তারা এ সফর করতে সম্মতি দিয়েছে।’ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১২ অক্টোবর স্বাগতিকদের বিরুদ্ধে তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে সফরকারী ইংল্যান্ড দল। একই ভেন্যুতে ২০ অক্টোবর প্রথম টেস্টে মুখোমুখি হবে এ দুদল। এ ছাড়া ১৫ ও ১৬ এবং ১৭ ও ১৮ অক্টোবর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দুটি অনুশীলন ম্যাচেও অংশ নেবে ইংলিশরা। ইংল্যান্ড দল নির্ধারিত সময়েই বাংলাদেশ সফরে আসার বিষয়টা নিশ্চিত করায় এখন ম্যাচগুলো সফলভাবে আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের। তাই এখন চলছে  শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়াম প্রস্তুত বলে জানিয়েছেন বিসিবি’র কর্মকর্তারা।

সর্বশেষ খবর