শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাসকিনের জন্য আমরা অপেক্ষা করছি : নান্নু

ক্রীড়া প্রতিবেদক

তাসকিনের জন্য আমরা অপেক্ষা করছি : নান্নু

পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের প্রতিবেদন প্রকাশ করেনি আইসিসি। তবে আজকালের মধ্যেই জানা যাবে গতি তারকা মুক্ত হচ্ছেন, নাকি নিষিদ্ধ থেকে যাচ্ছেন। তবে তাসকিনের বিষয়ে ইতিবাচক চিন্তা করেই গতকাল ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাসকিন মুক্ত হলে দল হয়ে যায় যাবে ১৪ জনের। তবে তাসকিনের বিষয়ে যদি নেতিবাচক কোনো ফল আসে সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বসে অন্য কোনো ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করবেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘সর্বশেষ সিরিজে আমাদের দলে চারজন  পেসার ছিল। এবার তিন জন আছে। আমরা তাসকিনের জন্য অপেক্ষা করছি।’ ১৩ সদস্যের দলে একমাত্র নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন তারকা পেসার আল আমিন হোসেন। তার জায়গায় নেওয়া হয়েছে শফিউল ইসলামকে। বগুড়ার এই পেসার প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরলেন। এছাড়া পেসার রুবেল হোসেন ও তাইজুল ইসলামও দলে ফিরেছেন।

সর্বশেষ খবর