Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:১৫
চ্যাম্পিয়নদের মুখোমুখি মরিনহো
ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নদের মুখোমুখি মরিনহো

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় হোসে মরিনহোর ম্যানইউর অবস্থান এখনো অনেকটা নিচের দিকে। মৌসুমের পাঁচ ম্যাচ পর রেড ডেভিলরা ৯ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৭ নম্বরে। সমান ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি অবস্থান করছে ইংলিশ লিগের শীর্ষে। মৌসুমের এই অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেড আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটির। গত ম্যাচে দারুণ এক জয়ে হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছে ম্যানইউ। এই বিশ্বাসটাই ধরে রাখতে চান রুনিরা। দেখা যাক, ইংলিশ প্রিমিয়ার লিগে দিক বদলাতে পারে কিনা রেড ডেভিলরা!

তবে আজ এরচেয়েও বড় ম্যাচ অপেক্ষা করছে ভক্তদের জন্য। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে আর্সেনাল-চেলসি। এমিরেটস স্টেডিয়ামে চেলসির সামনে কঠিন পরীক্ষাই। আর্সেনাল এরই মধ্যে শীর্ষ চারে স্থান করে নিয়েছে। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে চেলসিও ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অবস্থান করছে পঞ্চমে। আজ এমিরেটস স্টেডিয়ামে জিতলেই চেলসি শীর্ষ চারে চলে যাবে। তবে আর্সেন ওয়েঙ্গার এতটা সহজেই হারতে রাজি নন। আর্সেনালের কোচ হিসেবে ২০ বছর পূর্ণ করেছেন তিনি। দুই দশক লম্বা সময়। তার এই দীর্ঘ পথ চলাকে স্মরণীয় করে রাখতেই চলতি মৌসুমে বিশেষ কিছু চান ওয়েঙ্গার। এ জন্য এমনকি তিনি ভুলে যেতে পারেন হোসে মরিনহোর চরম অপমানও। মরিনহো নাকি এক সাংবাদিককে বলেছিলেন, ফুটবল মাঠের বাইরে ওয়েঙ্গারের সঙ্গে দেখা হলে তার মুখটাই ভেঙে দেবেন তিনি। ওয়েঙ্গার এসব ঝগড়ায় না জড়িয়ে কেবল ফুটবলেই মনোযোগ দিতে চান। আজ জিতলে আর্সেনালের সামনে শীর্ষ তিনে যাওয়ার সুযোগ আসবে। ৫ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে টটেনহ্যাম। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান দুই নম্বরে। এদিকে আজ মাঠে নামছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটিও। তাদের প্রতিপক্ষ সোয়ানসে সিটি। শীর্ষস্থান ধরে রাখার জন্য গার্ডিওলার শিষ্যদের সামনে জয়ের বিকল্প নেই। তাছাড়া লিভারপুল এনফিল্ডে মুখোমুখি হচ্ছে হাল সিটির।

এই পাতার আরো খবর
up-arrow