শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বৃষ্টি বাধায় কানপুর টেস্ট

ক্রীড়া ডেস্ক

বৃষ্টি বাধায় কানপুর টেস্ট

ভারতের ৫০০ নম্বর টেস্ট। ইতিহাসের পাতায় টেস্টটিকে স্মরণীয় করে রাখতে চাইছে ভারত। কিন্তু প্রতিপক্ষ নিউজিল্যান্ড সেটা হতে দিতে চাইছে না। সমানে সমান লড়াই করছে স্বাগতিক দলের বিপক্ষে। ইতিহাসের রেকর্ড পাতায় ঠাঁই নেওয়া টেস্টের প্রথম ইনিংসে ভারত গুটিয়ে যায় ৩১৮ রানে। বিপরীতে বেশ ভালো জবাব দিচ্ছে সফরকারী নিউজিল্যান্ড। তবে বৃষ্টি এখন বড় বাধা। গতকাল দ্বিতীয় দিন ব্ল্যাক ক্যাপসরা যখন ১ উইকেটে ১৫২ রান তুলে মসৃণ গতিতে এগোচ্ছিল, চা বিরতির পর তখনই ধুম বৃষ্টিতে ভেসে যায় খেলা। ফলে দ্বিতীয় সেশনের খেলা হতে পারেনি। আজ তৃতীয় দিন ১৬৬ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে নিউজিল্যান্ড। হাতে থাকবে ৯ উইকেট।

প্রথম দিন ৯ উইকেটে ২৯১ রান তুলে হোটেলে ফিরেছিল ভারত। গতকাল দুই অপরাজিত ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা ও উমেশ যাদব আরও ৭ ওভার ব্যাটিং করে যোগ করেন ২৭ রান। এরপর ভারতের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩১৮ রানে। সফরকারী ব্ল্যাক ক্যাপসদের দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথাম সহজেই ৩৫ রান তুলে নিয়ে যখন বড় স্কোরের পথে হাঁটতে শুরু করেন, তখন যাদবের বলে লেগ বিফোর হন গাপটিল। আম্পায়ারের সিদ্ধান্ত মানতে পারেননি গাপটিল। তার বিদায়ের পর ল্যাথামের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক উইলিয়ামসন। দুজনের ভারতীয় স্পিনারদের সাবলীল খেলে দলের স্কোর বাড়াতে থাকেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দুজনে অবিচ্ছিন্নভাবে যোগ করেন ১১৭ রান। দুজনেই তুলে নেন হাফ সেঞ্চুরি। খেলা বন্ধ হওয়ার আগে ওপেনার ল্যাথাম অপরাজিত থাকেন ৫৬ রানে। ১৭০ বলের ইনিংসটিতে ছিল ৮টি বাউন্ডারি। অধিনায়ক উইলিয়ামসন অপরাজিত থাকেন ৬২ রানে। ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফিরতে পারতেন ল্যাথাম। বাঁহাতি স্পিনার জাদেজার বলে সুইপ করেছিলেন কিউই ওপেনার। বল তার বুটে লেগে শর্ট লেগ ফিল্ডার লোকেশের হাতে যায়। লোকেশ বেশ কয়েকবারের চেষ্টায় ক্যাচটি ধরেন। কিন্তু বলটি ক্যাচ ধরার আগে হেলমেটে লাগায় থার্ড আম্পায়ার আউট দেননি। ৩২.৩ ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, ক্যাচ নেওয়ার আগে বল যদি ফিল্ডারের হেলমেটে লাগে, তাহলে ক্যাচটি বৈধ নয়। তাই বেঁচে যান ল্যাথাম।

সর্বশেষ খবর