শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে রিজার্ভ ডে

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে রিজার্ভ ডে

আশ্বিন মাস চলছে। যখন তখন ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, কখনো আবার থেমে থেমে। বৃষ্টিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ যাতে ভেসে না যায়, সে জন্য সিরিজে রাখা হয়েছে রিজার্ভ ডে। রিজার্ভ ডে রাখায় ২৫, ২৮ অক্টোবর এবং ১ অক্টোবরের ম্যাচ তিনটির ফল হবে, এখন এটা প্রায় নিশ্চিত। বৃষ্টিস্নাত ও অন্যান্য প্রাকৃতিক কারণে সাধারণত নির্ধারিত সময়ের চেয়েও এক ঘণ্টা বেশি সময় রাখা হয়। যদি কোনো কারণে ম্যাচ শেষ হতে দেরি হয়, তাহলে ম্যাচ রেফারি অতিরিক্ত এক ঘণ্টা সময় ব্যবহার করেন। যদি অতিরিক্ত সময়ও শেষ হয়ে যায়, তাহলে ম্যাচ গড়াবে কার্টেল ওভারে। কার্টেল ওভারের ম্যাচ সর্বনিম্ন ২০ ওভারের। এর নিচে হয় না। ২০ ওভারের নিচে হলে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। রিজার্ভ ডে’র নিয়ম হচ্ছে, যেখানে খেলা শেষ হবে, সেখান থেকে পরের দিন শুরু হবে। আর নির্ধারিত দিনে যদি খেলা হতে না পারে, তাহলে পরের দিন প্রথম বল থেকেই খেলা হবে। সেদিনও যদি খেলা না হয়, তাহলে পরিত্যক্ত ঘোষিত হবে।

সর্বশেষ খবর