শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
বিশ্বকাপ কাবাডি

বাংলাদেশের টার্গেট রুপা

ক্রীড়া প্রতিবেদক

২০০৪ ও ২০০৭ সালের বিশ্বকাপ কাবাডিতে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবারও ব্রোঞ্জের অন্যতম দাবীদার। কিন্তু বাংলাদেশ এবার বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে রূপার টার্গেটে। শক্তিশালী পাকিস্তান ও শ্রীলঙ্কা নেই বলেই এমন স্বপ্ন দেখছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ভারতের আহমেদাবাদে বসবে আসর। অংশ নিতে আগামীকাল ঢাকা ছাড়বে ১৫ সদস্যের দল। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। গ্রুপের বাকি দলগুলো-বর্তমান চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপের দলগুলো-রানার্সআপ ইরান, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, কেনিয়া ও পোল্যান্ড। ৭ অক্টোবর শুরু হবে ১২টি দলের বিশ্বকাপ কাবাডি।  ৮ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ অক্টোবর স্বাগতিক ভারত, ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়া, ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর প্রতিপক্ষ আর্জেন্টিনা। ২১ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ২২ অক্টোবর ফাইনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর