শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ন্যু-ক্যাম্পেই থামছেন ইনিয়েস্তা!

ক্রীড়া ডেস্ক

ন্যু-ক্যাম্পেই থামছেন ইনিয়েস্তা!

আট বছরের বালক আন্দ্রেস ইনিয়েস্তা একজন খুদে ফুটবলার হিসেবে যোগ দিয়েছিলেন অ্যালবেসেটে। দলটা স্প্যানিশ ফুটবলের তৃতীয় বিভাগে খেলে। সেখানে তিনি দুই বছর ছিলেন। এরপরই একজন প্রতিভাবান বালক হিসেবে যোগ দেন তিনি বার্সেলোনার স্কুল লা মেসিয়ায়। এখানেই তার দেখা হয় জাভি-পুয়লদের মতো বিশ্বসেরা তারকাদের। এর কয়েক বছর পর ইনিয়েস্তার সঙ্গে যোগ দেন লিওনেল মেসিও। বার্সেলোনাকে বিশ্বসেরা ক্লাব হিসেবে গড়ে তোলার শুরুটা তখনই। ইনিয়েস্তা দীর্ঘদিন লা মেসিয়ায় কাটিয়ে ২০০২ সালে যোগ দেন সিনিয়র দলে। এরপর কাতালানদের জার্সিতে ৩৯১টা ম্যাচ খেলে ৩৪ গোল করেন তিনি। গোলের হিসাব দিয়ে অবশ্য ইনিয়েস্তাকে পরিমাপ করা যাবে না। তার মূল কাজ ছিল মেসিকে বল সাপ্লাই দেওয়া। তিনি সেই কাজটা ভালোভাবেই করে চলেছেন। বার্সেলোনায় দীর্ঘ দুই দশক কাটিয়ে ইনিয়েস্তা বলেছেন, বুট জোড়া এখান থেকেই তুলে রাখতে চান তিনি। জাভি হার্নান্দেজ বার্সেলোনা ছেড়েছেন ক্যারিয়ারের একেবারে শেষ মুহূর্তে। ইনিয়েস্তা তাও করতে চান না। তিনি বলেন, ‘এমনকি ন্যু-ক্যাম্প থেকে আমাকে পেপ গার্ডিওলাও নিতে পারবে না। আর এটা তিনি ভালোভাবেই জানেন।’ তবে ইনিয়েস্তার সঙ্গে বার্সার চুক্তি শেষ হচ্ছে ২০১৮ সালে। এখনো নতুন কোনো চুক্তি হয়নি। ইনিয়েস্তা অবশ্য আশা করছেন, বার্সেলোনার পক্ষ থেকে নতুন চুক্তি দ্রুতই হয়ে যাবে। দেখা যাক, ইনিয়েস্তার ইচ্ছা পূরণ করে কিনা বার্সেলোনা!

সর্বশেষ খবর