Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:২১
অবশেষে জিতল ভ্যালেন্সিয়া
ক্রীড়া ডেস্ক
অবশেষে জিতল ভ্যালেন্সিয়া
ড্যানির গোলেই জিতল ভ্যালেন্সিয়া

স্প্যানিশ লা লিগায় যেন জিততেই ভুলে গিয়েছিল ভ্যালেন্সিয়া। অথচ দলটা স্প্যানিশ লিগে শক্তিশালী হিসেবেই পরিচিত ছিল। চলতি মৌসুমে পাঁচ ম্যাচ পরও ভ্যালেন্সিয়া অবস্থান করছে রেলিগেশন তালিকায়। তবে অবশেষে জয় পেয়েছে তারা। গত বৃহস্পতিবার রাতে তারা অ্যালাভেসকে ২-১ গোলে হারিয়েছে। অবশ্য এ জয়ের পরও রেলিগেশন থেকে বের হতে পারেনি ভ্যালেন্সিয়া। এক সময়কার ভয়ঙ্কর দলটা গত কয়েক মৌসুম ধরে বাজে খেলছে। গত মৌসুমেও তারা ১২ নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল। দেখা যাক, এবার রেলিগেশন এড়াতে পারে কিনা ভ্যালেন্সিয়া!

এই পাতার আরো খবর
up-arrow