শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মুশফিক সাব্বিরকে ছাড়া রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

আজ বাদে কাল শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৮ নম্বর আসর। প্রথম শ্রেণির ক্রিকেটকে সামনে রেখে রাজশাহী বিভাগ ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বলে দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাব্বির রহমান রুম্মনকে ছাড়াই দল সাজিয়েছে বিভাগীয় দলটি। দলটির টার্গেট এবার টায়ার ওয়ানে উন্নীত হওয়া। এদের জায়গায় সুযোগ পেয়েছেন মাইশুকুর রহমান ও সুজন হাওলাদার। ২৫ সেপ্টেম্বর শুরু জাতীয় লিগে শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট বিভাগ। টায়ার ওয়ানে চার দল ঢাকা মহানগরী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ। টায়ার টুতে রাজশাহী, সিলেট, রংপুর ও চট্টগ্রাম।

রাজশাহী : জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ হোসেন (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন, মাইশুকুর রহমান রিয়েল, জুনায়েদ সিদ্দিক, হামিদুল ইসলাম, ফরহাদ রেজা, মুক্তার আলী, সাঞ্জামুল ইসলাম, সাকলাইন সজীব, সুজন হাওলাদার, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন ও মামুন হোসেন।

সর্বশেষ খবর