শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান ক্রিকেট দলকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল শুরু দুই দেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। ক্রিকেট নিয়ে যখন ব্যস্ত ক্রিকেটপ্রেমীরা তখন মওলানা ভাষানী হকি স্টেডিয়ামে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। উদ্বোধনী দিনে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেবারিট শক্তিশালী ভারত। আজ সকাল ১১টায় পুল ‘এ’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চীন ও হংকং এবং দুপুর ১টায় শক্তিশালী পাকিস্তানের প্রতিপক্ষ ওমান। বাংলাদেশের খেলা বিকাল ৩টায়।

যুব এশিয়া কাপ হকিকে সামনে রেখে বেশ অনেক দিন দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। টার্গেট ভারত ও পাকিস্তানের সঙ্গে সমানে সমান লড়াই করা। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। তাই বলে খেলোয়াড়রা বাড়তি কোনো চাপে নেই বলেন বাংলাদেশ যুব দলের কোচ জাহিদ হোসেন নান্নু, ‘বিকেএসপি ও প্রিমিয়ার লিগে আমরা একসঙ্গে খেলেছি। দলের স্পিরিট খুব ভালো। সাফল্য পেতে আমরা কঠোর অনুশীলন করছি। ভারত প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী, টেকিনক্যালি ওরা অনেক এগিয়ে। তবে আমরাও প্রস্তুত। আমরাও জেতার জন্য খেলব।’

ভারত ফেবারিট হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশকে। দলটির কোচ হিসেবে আসা বিজে কারিয়াপ্পা স্বাগতিক বাংলাদেশকে বেশ সমীহ করেই কথা বললেন, ‘সবার ধারণা আসরের ফেবারিট ভারত। কিন্তু আমরা আসলে সেভাবে ভাবছি না। টুর্নামেন্টে পাকিস্তান ও বাংলাদেশও রয়েছে। যদিও তাদের খেলা দেখিনি এখন পর্যন্ত। তাই তাদের শক্তিমত্তা নিয়ে কিছু বলতে পারছি না। তবে এটা সত্যি, বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে দলগুলোর মধ্যে শক্তির তেমন কোনো পার্থক্য থাকে না।’ আরিয়াপ্পা চলতি বছর এসএ গেমসে ভারতীয় হকি দলের কোচ ছিলেন। ওই দলের তিনজন পঙ্কজ রজক, অধিনায়ক নিলম সন্দীপ সেস ও ফরোয়ার্ড মোহাম্মদ ওমর খেলছেন ভারতীয় অনূর্ধ্ব-১৮ দলে। আজকের ম্যাচে বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ভারতের টার্গেট শিরোপা বলেই স্পষ্ট করে দেন, ‘আমরা আমাদের সোনালি দিন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। আগের চেয়ে ভারতীয় হকি এখন অনেক ভালো অবস্থানে। ইন্ডিয়ান হকি লিগ খেলে খেলোয়াড়রা এখন অনেক বেশি পরিণত। আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। শিরোপা জেতাই আমাদের টার্গেট।’ বাংলাদেশ ম্যাচ নিয়ে ভারতীয় কোচ বলেন, ‘বাংলাদেশ স্বাগতিক দল। এখানকার পরিবেশ তাদের পরিচিত। দলটিতে রয়েছে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। আমি মনে করি মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী হলেও আমরা জয়ের টার্গেটেই নামব।’

সর্বশেষ খবর