সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
জুনিয়র এশিয়া কাপ হকি

যুবাদের চোখে শিরোপার স্বপ্ন

ক্রীড়া প্রতিবেদক

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জুনিয়রদের টুর্নামেন্ট হলেও এ জয় ঘুমিয়ে থাকা হকিকে জাগিয়ে তুলেছে। বাংলাদেশের টার্গেট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। ওমানকে হারানোর টার্গেট ছিল। ভারতের বিপক্ষে ম্যাচ জেতা সম্ভব নয় এটা ক্রীড়াপ্রেমীরা ধরেই নিয়েছিল। অথচ উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত খেলে জয় পেয়ে গেছে। আশরাফুলের হ্যাটট্রিকে ব্যবধান ছিল ৫-৪। আন্তর্জাতিক টুর্নামেন্টে জাতীয় দল ততটা সুবিধা করতে পারছে না। টানা ব্যর্থতায় হকির ভবিষ্যৎ নিয়ে অনেকে শঙ্কিত হয়ে পড়েন। কোনো সুখবর আসছিল না। তারপর আবার বিশেষ মহলের ইন্ধনে ঘরোয়া আসর অচল হয়ে পড়েছিল। এখন হকিতে সুবাতাস বইছে। দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হকি উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন কর্মকর্তারা। জাতীয় দলের জন্য মেগা পরিকল্পনা নেওয়া হয়েছে। এইচ এফ কাপের প্রশিক্ষণ হবে জার্মানিতে।

কর্মকর্তারা চাচ্ছেন হকির অবস্থান মজবুত করে তুলতে। এর মধ্যে জুনিয়র এশিয়া কাপে ভারতকে হারানোটা অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে ওমানের। প্রতিপক্ষ হিসেবে ওমানকে হাল্কা করে দেখার উপায় নেই। তারপরও ভারতকে হারানোর পর আশরাফুলদের মধ্যে যে আত্মবিশ্বাস কাজ করছে তাতে জয়েরই সম্ভাবনা বেশি।

জিতলে গ্রুপ চ্যাম্পিয়নটা নিশ্চিত হয়ে যাবে। সেমিতে চীনের বিপক্ষে খেলার সম্ভাবনা বেশি। প্রতিপক্ষ আবার পাকিস্তান হলেও ভয়ের কিছু নেই। কর্মকর্তারা ফাইনাল খেলার কথা বলেছিলেন। এখন ভারতকে হারানোর পর বাংলাদেশের যুবারা শিরোপা জেতার স্বপ্ন দেখছে। জাতীয় দলের সাবেক নন্দিত খেলোয়াড় ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমত উল্লাহ বলেন, শিরোপার সামর্থ্য অবশ্যই রয়েছে। তবে আগে আমাদের টার্গেট ফাইনালে উঠা।

সর্বশেষ খবর