Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৬ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৬
কান্নার বিনিময়ে নেইমারের জার্সি!
ক্রীড়া ডেস্ক
কান্নার বিনিময়ে নেইমারের জার্সি!

গত শনিবার স্প্যানিশ লা লিগার ম্যাচ খেলছিল বার্সেলোনা। প্রতিপক্ষ স্পোর্টিং গিজন। নেইমার-সুয়ারেজদের দুরন্ত ফুটবলে স্বাগতিক স্পোর্টিং হেরে যান ৫-০ গোলে। ম্যাচ শেষ হওয়ার পর সবাই বিদায় নেয়। গ্যালারি ফাঁকা হয়ে যায়। কিন্তু স্পোর্টিং গিজনের এক ভক্ত গ্যালারির এক কোণে বসে কাঁদতে থাকে। পরাজয়টাকে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। নেইমার মাঠ ছাড়ার আগে দৃশ্যটা লক্ষ্য করেন। তিনি ভক্তদের সান্ত্বনা দেওয়ার জন্য নিজের জার্সিটাই খুলে উপহার দিয়ে দেন। নেইমারের জার্সি পেয়ে পরাজয়ের বেদনা ভুলে ব্রাজিলিয়ান তারকাকে জড়িয়ে ধরেন স্পোর্টিং গিজন ভক্ত।

এই পাতার আরো খবর
up-arrow