বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

অ্যাটলেটিকোর মাঠে বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

অ্যাটলেটিকোর মাঠে বায়ার্ন

ইনজুরির কারণে বেশ কয়েক দিনের জন্য মাঠের বাইরে লিওনেল মেসি। এরই মধ্যে কাতালানদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে হচ্ছে। আজ লুইস এনরিকের শিষ্যরা জার্মান ক্লাব বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখের মুখোমুখি হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে সেলটিককে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। তাছাড়া লা লিগায়ও তাদের জয়রথ ছুটছে। মেসিকে ছাড়া দলকে এগিয়ে নিচ্ছেন নেইমার-সুয়ারেজরা। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে বুরুসিয়া মঞ্চেনগ্লাডবাখ। তবে তারা মেসিহীন বার্সেলোনাকে নিজেদের মাটিতে চমকে দিতে চায়। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামছে ম্যানসিটিও। পেপ গার্ডিওলার শিষ্যরা স্কটিশ ক্লাব সেলটিকের মুখোমুখি হচ্ছে।

আজ গুরুত্বপূর্ণ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। কার্লো আনসেলত্তির বায়ার্ন ভিসেন্ট ক্যালডেরনে খেলতে নামছে। ডি গ্রুপে দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। আজ যেই জিতুক নকআউট পর্বের পথে এগিয়ে যাবে তারা। দিয়েগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেলেও শিরোপা জিততে পারেননি একবারও। এবার তারা শিরোপার লক্ষ্যেই খেলতে নেমেছে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে সুইস ক্লাব ব্যাসেলের মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। প্রথম ম্যাচে ড্র করে বিপদেই আছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। নকআউট পর্ব নিশ্চিত করতে হলে জয় প্রয়োজন তাদের। এ গ্রুপের অপর ম্যাচে আজ ফরাসি ক্লাব পিএসজি মুখোমুখি হচ্ছে লুডোগোরেটসের। বি গ্রুপে আজ মাঠে নামছে নেপোলি-বেনফিকা ও বেসিকতাস-ডাইনামো কিয়েভ।

সর্বশেষ খবর