বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

জয়ের জন্য মরিয়া শেখ রাসেল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

জয়ের জন্য মরিয়া শেখ রাসেল

তারকানির্ভর দল গড়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। শক্তির বিচারে পেশাদার ফুটবল লিগে শীর্ষে থাকার কথা তাদের। অথচ বিস্ময় হলেও সত্যি যে, আট খেলায় এখনো জয়ের মুখ দেখতে পারেনি। ছয় হার আর দুই ড্র নিয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে। কোচ বদল করে শফিকুল ইসলাম মানিককে দায়িত্ব দেওয়া হয়েছে। তবু ভাগ্যের পরিবর্তন ঘটেনি। পারফরম্যান্স তো বটেই, দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছে না শেখ রাসেলের। সিলেটে ঢাকা আবাহনীর বিপক্ষে এগিয়ে গেলেও ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে ডিফেন্ডারদের ভুলে জয়ের বদলে পয়েন্ট ভাগাভাগি করতে হয়।

আজ সিলেটে নবম ম্যাচ খেলতে নামছে শেখ রাসেল। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান। আট ম্যাচ খেলে ফেললেও জয়ের খাতায় নাম তুলতে পারেনি মোহামেডান। তবে পার্থক্য হচ্ছে মোহামেডানে কোনো তারকা খেলোয়াড় নেই। ফান্ড না থাকায় সাদা-কালোদের চেনা চেহারা হারিয়ে গেছে। অচেনা তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়েছে। সুতরাং তাদের সংকটাপন্ন অবস্থা হতেই পারে। শেখ রাসেলের মতো শক্তিশালী দল জয় পাচ্ছে না এটাই অবাক ব্যাপার।

আজ কি সেই কাঙ্ক্ষিত জয়ের দেখা মিলবে? কোচ মানিক বলেন, ঐতিহ্যের সুনাম থাকলেও মোহামেডান সেভাবে দল গড়তে পারেনি। তাদের বিপক্ষে জয় পাওয়াটা আহামরি কিছু নয়। কথা হচ্ছে খেলোয়াড়দের সেই মানের খেলা প্রদর্শন করতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা চোখে দেখছি না। অবস্থানের পরিবর্তন ঘটাতে শেখ রাসেলের একটি জয় জরুরি হয়ে পড়েছে। ভুলের পুনরাবৃত্তি যেন না ঘটে সেই লক্ষ্যে খেলতে হবে।

এদিকে আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ও ঢাকা আবাহনী হাইভোল্টেজ ম্যাচ। বেশ কজন তারকা খেলোয়াড় এবার বের হয়ে গেলেও লিগে ঠিকই ছন্দময় খেলা খেলছে বর্তমান চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এখন তারা শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে আবাহনীর সংগ্রহ ১৬। আজ দুই দলের শীর্ষে ওঠার লড়াই। ম্যাচে হারজিত না ড্র হবে তা সত্যিই বলা মুশকিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর