বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

পারল না রিয়াল

ক্রীড়া ডেস্ক

পারল না রিয়াল

টানা তিনটি ম্যাচে ড্র করল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়াল ও লা পালমার পর এবার জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে জার্মানদের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ জায়ান্টরা। দুবার ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ ২-২ গোলে ড্র করেছে ডর্টমুন্ডের সঙ্গে। রিয়ালের পক্ষে ২টি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ভারানে। অন্যদিকে ডর্টমুন্ডকে প্রথমবার সমতায় ফেরান অবামেয়াং। দ্বিতীয়বার জার্মানদের সমতায় ফেরান আন্দ্রে শার্লে।

এ ড্রয়ে হতাশ হয়ে গেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। তিবি বলেন, ‘টানা তিনটি ম্যাচে ড্র করা সত্যিই হতাশার। এটা লজ্জারও। ফুটবলাররা দারুণ খেলেছে। আমরা হয়তো এর চেয়েও ভালো ফল করতে পারতাম।’ অবশ্য জিদানের মতে, ডর্টমুন্ডের সঙ্গে ড্রও খারাপ ফল নয়। এ ড্রয়ে রিয়াল ও ডর্টমুন্ড দুই দলেরই সংগ্রহ দাঁড়াল ৪ পয়েন্ট করে। এফ গ্রুপে লিগা ওয়ারশকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েই চলেছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটি। তারা মঙ্গলবার পর্তুগিজ ক্লাব পোর্তোকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে। জি গ্রুপে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে লিস্টার সিটি অবস্থান করছে শীর্ষে। মঙ্গলবার জয় পেয়েছে জুভেন্টাসও। এইচ গ্রুপের খেলায় তারা ডাইনামো জাগরেবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে। এ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে ওল্ড লেডিরা। অবশ্য এই গ্রুপে স্প্যানিশ ক্লাব সেভিয়াও ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা মঙ্গলবার ফরাসি ক্লাব অলিম্পিক লিঁওকে ১-০ গোলে হারিয়েছে। ই গ্রুপে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকো দখল করেছে শীর্ষস্থান। জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এই গ্রুপে ইংলিশ ক্লাব টটেনহ্যাম রুশ ক্লাব মস্কোকে ১-০ গোলে হারিয়ে উঠে এসেছে ২ নম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর