শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

রুদ্ধশ্বাস ম্যাচে বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

রুদ্ধশ্বাস ম্যাচে বার্সার জয়

প্রথম ম্যাচে স্কটিশ দল সেল্টিককে নিয়ে ছেলেখেলায় মেতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। ৭-০ গোলের বড় জয় পেয়েছিল ইংলিশ জায়ান্টরা। ফিরতি ম্যাচে সেল্টিকের বিপক্ষে অঘটন না হলেও হোঁচট খেয়েছে। ৬ গোলের ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। এই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না ম্যানসিটি। গ্রুপের আরেক দল বার্সেলোনা ঘাম ঝরানো জয় পেয়েছে জার্মান ক্লাব মঞ্চেনগ্লাডবাগের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত লড়াই করে ২-১ গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ ১-০ গোলে হারিয়েছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখকে। ইংলিশ ক্লাব আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলকে। 

মঞ্চেনগ্লাডবাগের মাঠ বুরুশিয়া পার্কে  প্রথমার্ধে পিছিয়েছিল বার্সা। দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়া বার্সা প্রথমার্ধের ৩৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে। মধ্যমাঠে বুসকেটস বলের নিয়ন্ত্রণ হারালে কাউন্টার অ্যাটাকে যায় স্বাগতিকরা। মিডফিল্ডার মাহমুদ দাউদ বল বাড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফায়েলকে। রাফায়েলের নিচু ক্রসে হেডে দলকে এগিয়ে নেন টরগান হ্যাজার্ড (১-০)। ৬৫ মিনিটে সমতা আনে বার্সেলোনা। ইভান রাকিতিচের বদলে খেলতে নামা আর্দা তুরান তীব্র ভলিতে সমতা আনেন(১-১)। জয়সূচক গোলটি করে জেরার্ড পিকে (২-১)। আর্সেনাল ২-০ গোলে হারায় বাসেলকে। নিজ মাঠ এমিরেটস স্টেডিয়ামে গানারদের পক্ষে গোল দুটি করেন অ্যালেক্সিস স্যাঞ্জে ও থিও ওয়ালকট। প্রথম ম্যাচে আর্সেনাল ১-১ গোলে ড্র করেছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে। ‘এ’ গ্রুপের খেলায় পিএসজি ৩-১ গোলে হারিয়েছে লুদোগোরেতসকে। ইতালিয়ান ক্লাব নেপোডিল ৪-২ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনিফিকাকে। নিজেদের প্রথম ম্যাচে নেপোলি ২-১ গোলে হারিয়েছিল রাশিয়ার ডায়নাভো কিয়েভকে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ইতালিয়ান ক্লাবটি ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে। গ্রুপের আরেক ম্যাচে তুরস্কের বেসিকতাস ১-১ গোলে ড্র করেছে ডায়নাভো কিয়েভের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের রানার্স আপ অ্যাথলেটিকো মাদ্রিদ। গত মৌসুমে দুর্ভাগ্যজনকভাবে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গিয়েছিল টাইব্রেকারে। চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে আক্রমণাত্মক ফুটবল খেলে সিমিওনের দল ১-০ গোলে জয় পায় কার্লোস আনচেলত্তির দলের বিপক্ষে। এ নিয়ে সর্বশেষ তিন মুখোমুখির দুটোতেই হারাল বায়ার্ন মিউনিখকে। গত মৌসুমে প্রথম সেমিফাইনালে ১-০ গোলে জিতেছিল অ্যাথলেটিকো। ফিরতি লেগে ১-২ গোলে হেরে গেলেও অ্যাওয়ে গোলে ফাইনালে জায়গা নেয় অ্যাথলেটিকো। বায়ার্নকে হারিয়ে টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে ঠাঁই নিয়েছে র্স্পানিশ ক্লাবটি। খেলার একমাত্র গোলটি করেন ইয়ানিক কারাসকো ৩৫ মিনিটে।

সর্বশেষ খবর