শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

হকির উন্নয়নে দরকার সুপরিকল্পনা

————— শাহবাজ আহমেদ

ক্রীড়া প্রতিবেদক

হকির সাবেক কিংবদন্তি খেলোয়াড় পাকিস্তানের শাহবাজ আহমেদ এখন ঢাকায়। ১৯৯৪ সাল থেকে তিনি টানা চার বছর ঢাকা মোহামেডানের পক্ষে প্রিমিয়ার লিগ খেলে যান। চার বছরই চ্যাম্পিয়ন হয় মোহামেডান। বিশ্বের সেরা খেলোয়াড় অথচ ঢাকায় তার স্বাভাবিক চাল-চলন ভক্তদের মুগ্ধ করে ছাড়ে।

দীর্ঘদিন পর শাহবাজ আবার ঢাকায় এসেছেন। পাকিস্তান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ সেমি ও ফাইনাল দেখতে তার সঙ্গে উড়ে এসেছেন পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার মাহমুদ খালিদ। গতকাল বাংলাদেশ হকি ফেডারেশনের এক অনুষ্ঠানে যোগ দেন দুজন। সেখানেই ঢাকায় খেলে যাওয়ার স্মৃতিচারণ করলেন কিংবদন্তি এই খেলোয়াড়। ঢাকার আতিথেয়তা এখনো ভুলতে পারেননি। ‘যতবার খেলতে এসেছি দর্শকদের আচরণে মুগ্ধ হয়ে যেতাম। বেশ কয়জনের সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। দীর্ঘদিন পর দেখা হওয়ায় ভালো লাগছে। বাংলাদেশে হকির জনপ্রিয়তা তখনই বুঝতে পেরেছিলাম। অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে স্বাগতিকদের পারফরম্যান্স সম্পর্কে বলেন, বাংলাদেশ অবশ্যই ভালো খেলছে। শক্তিশালী ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। হকিতে বাংলাদেশের চমৎকার এক ভবিষ্যৎ রয়েছে। পরিকল্পনা করে এগোতে পারলে বড় ধরনের সাফল্য মিলবে।

সর্বশেষ খবর