শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বিপিএলে ক্রিকেটারদের নিলাম আজ

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তাহীনতার অজুহাতে বাংলাদেশে আসতে রাজি হননি ইউয়ান মর্গান। অথচ আজ রাতে ঢাকায় পা রাখছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দলটি। ইংলিশ ওয়ানডে অধিনায়ক ঢাকায় না আসলেও বিপিএলের চতুর্থ আসরে খেলতে আগ্রহী সে দেশের ৩৮ ক্রিকেটার। অর্থের ঝনঝনানির বিপিএল মাঠে গড়াবে ৪ নভেম্বর। দেশি ও বিদেশি ক্রিকেটারদের লটারি আজ সন্ধ্যায় হোটেল  রেডিসানে। নিলামের জন্য দেশি ক্রিকেটারদের ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই পাঁচ ক্যাটাগরিতে ভাগ করেছে টুর্নামেন্ট কমিটি। আগের আসরে ছিল ‘আইকন’ ক্যাটাগরি। এবার বদলে রাখা হয়েছে ‘এ’ প্লাস ক্যাটাগরি এবং রাখা হয়েছে ৭ ক্রিকেটারকে। দ্বিতীয় সেরা ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার সংখ্যা ১১। টুর্নামেন্ট কমিটি পাঁচ ক্যাটাগরির পারিশ্রমিক নির্ধারণ করেছে। সর্বোচ্চ ৫৫ লাখ টাকা পাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সর্বনিম্ন পারিশ্রমিক ‘ডি’ ক্যাটাগরিতে ৫ লাখ টাকা। পারিশ্রমিক নির্ধারণ করে আবার বৈষম্যও করেছে। ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক তিন ভাগে। সাকিবের মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের পারিশ্রমিক ৫০ লাখ এবং সৌম্য সরকার ও ৪০ লাখ টাকা ধরা হয়েছে সাব্বির রহমান রুম্মনের পারিশ্রমিক। ১৪৪ দেশি ক্রিকেটারদের ১১ জনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, শুভাগত হোম, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক সৌরভ, তাসকিন আহমেদ, আল-আমিন, রুবেল হোসেন ও আব্দুর রাজ্জাক রাজ- এই ১১ ক্রিকেটারের পারিশ্রমিক ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ ও ‘ডি’ ক্যাটাগরির পারিশ্রমিক ধার্য করেছে ৫ লাখ টাকা।

সর্বশেষ খবর