শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ম্যানইউ জিতলেও হেরেছে ইন্টার

ক্রীড়া ডেস্ক

ম্যানইউ জিতলেও হেরেছে ইন্টার

ওয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে লুহানস্কের জালে বল জড়িয়ে এভাবেই উল্লাসে মাতলেন ইব্রাহিমোভিচ —এএফপি

টানা দুই পরাজয়ে উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে যাচ্ছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান! গত বৃহস্পতিবার ইতালিয়ানরা ৩-১ গোলে হেরেছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্পার্টা প্রাগের কাছে। এর আগে তারা ইসরায়েলি ক্লাব হ্যাপলের কাছে হেরেছিল ২-০ গোলে। উয়েফা ইউরোপা লিগে ‘কে’ গ্রুপে ইন্টার মিলানের অবস্থান সবার নিচে। এই অবস্থান থেকে বেরিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা কঠিনই হয়ে গেল ইতালিয়ানদের জন্য।

এদিকে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে রেড ডেভিলরা ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপা লিগে ইউক্রেনিয়ান ক্লাব জরেয়া লুহানস্ককে ১-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। ম্যানইউর পক্ষে জয়সূচক গোলটি করেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এ জয়ের পরও পয়েন্ট তালিকায় তিন নম্বরেই রয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এ গ্রুপে চার পয়েন্ট নিয়ে তুর্কি ক্লাব ফেনারবাখের অবস্থান শীর্ষে। এই গ্রুপে ম্যানইউর সমান পয়েন্ট রয়েছে ডাচ ক্লাব ফেনর্ডের। তিন নম্বরে থাকলেও নকআউট পর্বের পথ অনেকটাই পরিষ্কার হয়েছে হোসে মরিনহোর সামনে। এদিকে ইউরোপা লিগে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাব রোমা। তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অস্ত্রা গিওর্গিকে। ইতালিয়ান ক্লাব ফিওরেন্টিনা ৫-১ গোলের জয় পেয়েছে ক্যারাবাগের বিপক্ষে। জার্মান ক্লাব শালকে এবং মেইঞ্জ জয় পেয়েছে। মেইঞ্জ ৩-২ গোলে হারিয়েছে গ্যাবালাকে। অন্যদিকে শালকের কাছে ৩-১ গোলের পরাজয় স্বীকার করেছে রেড বুল। ডাচ ক্লাব আয়াক্স ১-০ গোলে হারিয়েছে স্ট্যান্ডার্ড লিগকে। এ জয়ে জি গ্রুপে আয়াক্স শীর্ষে অবস্থান করছে। এই গ্রুপে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো অবস্থান করছে দ্বিতীয় স্থানে। তারা গত বৃহস্পতিবার ২-০ গোলে হারিয়েছে গ্রিক ক্লাব প্যানাথিনাকসকে। এ ছাড়া ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ২-০ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব ব্রাগাকে। এইচ গ্রুপের শীর্ষের অবস্থান করছে শাখতার ডনেস্ক।

সর্বশেষ খবর