শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বারিধারাকে হারাল ব্রাদার্স

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

বারিধারাকে হারাল ব্রাদার্স

পরাজয়ের বৃত্ত থেকে কিছুতেই যেন বেরোতে পারছে না উত্তর বারিধারা ক্লাব। ৯ ম্যাচের মধ্যে অষ্টম হারে লিগের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে পড়ে আছে তারা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে গতকাল উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের অবস্থানের একধাপ উন্নতি ঘটিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। সকার ক্লাব ফেনীকে টপকে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচের শুরুটা ছিল উত্তেজনাহীন। মাঝে-মধ্যে দুই দল আক্রমণে উঠলেও প্রতিপক্ষের ডিফেন্সে গিয়ে মুখ থুবড়ে পড়েছে সেসব। ম্যাচের ৯ মিনিটে ব্রাদার্সের ইমতিয়াজ সুলতান জিতুর ক্রস থেকে অগাস্টিন ওয়ালসনের শট পোস্টের ওপর দিয়ে যায়। ৩২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ব্রাদার্স। আলমগীরের পাস থেকে বক্সে ফাঁকায় দাঁড়িয়ে থেকেও পা লাগাতে পারেননি রোহিত সরকার। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে গোলরক্ষককে একা পেয়েও বাইরে শট নেন ব্রাদার্সের কোওচা কিংসলে। তবে এ অর্ধের একেবারে শেষ মুহূর্তে এগিয়ে যায় ব্রাদার্স। কাওছার আলী রাব্বীর কর্নার কিকে মাথা ছুঁইয়ে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন ব্রাদার্সের ঘানাইয়ান ডিফেন্ডার আব্বাস ইনশাহ। ম্যাচের ৫৪ মিনিটে আবারও এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। এবারের গোলদাতাও আরেক বিদেশি। মধ্য মাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টের ডান প্রান্ত দিয়ে শট নেন হাইতিয়ান মিডফিল্ডার অগাস্টিন ওয়ালসন। ঝাঁপিয়ে পড়েও গোল থেকে দলকে বাঁচাতে পারেননি বারিধারার গোলরক্ষক এরশাদ। ম্যাচের ৭১ মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয় বারিধারা। মনির আলমের কর্নার কিক থেকে উড়ে আসা বলে লাফিয়ে উঠে হেডে গোল করেন মামুন হোসেন। ম্যাচ শেষে ব্রাদার্স ইউনিয়নের কোচ সৈয়দ নঈমুদ্দিন টেনে আনলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের অবস্থার কথা। তিনি বলেন, শেখ রাসেল বড় দল, বিগ বাজেটের দল। তারাও লিগে একটু একটু করে উন্নতি করছে। ব্রাদার্সও উন্নতির পথে হাঁটছে। সামনের ম্যাচগুলোতে আমরা আরও ভালো করব। দিনের দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে পরাজিত করে।

সর্বশেষ খবর