শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক

ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা —বিসিবির সৌজন্যে

তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে গত রাতে ঢাকায় পা রাখে জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড। নিরাপত্তার অজুহাতে ঢাকায় আসেননি নিয়মিত অধিনায়ক ইউয়ান মরগান। তার বদলে দায়িত্ব তুলে দেওয়া হয় বাটলারের হাতে। ঢাকায় আসার আগে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বাটলার স্বীকার করেছেন, সফর খুবই কঠিন হবে। চ্যালেঞ্জিং হবে। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের সর্বশেষ ম্যাচটি খুবই সুখকর। অ্যাডিলেডের ওই ম্যাচ জিতে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলে। ম্যাচটি খেলেছিলেন বাটলার। শুধু ওই ম্যাচটিই নয়, দেড় বছর ধরে দারুণ খেলছে বাংলাদেশ। এটা মাথায় রেখেই ইংলিশ অধিনায়ক বলেন, ‘অ্যাডিলেডের সেই দিনটি ছিল খুবই হতাশাজনক। এটা মনে রাখতে হবে, আমরা হেরে গেলেও ঘুরে দাঁড়িয়েছি। আমি মনে করি বাংলাদেশের সঙ্গে খেলা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দেশের মাটিতে বাংলাদেশ খুবই কঠিন প্রতিপক্ষ। তাই বাংলাদেশের মাটিতে খেলা দারুণ চ্যালেঞ্জিং হবে।’ তিন ওয়ানডের প্রথম দুটি ৭ ও ৯ অক্টোবর মিরপুর এবং ১২ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সর্বশেষ খবর