শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইডেনেও ব্যর্থ কোহলি

ক্রীড়া ডেস্ক

ইডেনেও ব্যর্থ কোহলি

চার টেস্টে নেই কোনো হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টে। টেস্টে বিরাট কোহলি যে ফর্মহীনতায় ভুগছেন তার বড় উদাহরণ হতে পারে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা। তার নেতৃত্বে ভারত জিতলেও দুই ইনিংসে কানপুর টেস্টে তার রান ছিল ৯ ও ১৮। ইডেন গার্ডেনেও সেই ব্যর্থতা থেকে বেরোতে পারলেন না ভারতীয় অধিনায়ক। এবার আউট হয়েছেন ৯ রান করে। অধিনায়কের ব্যর্থতার দিনে জ্বলে উঠেছেন চেতশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। এ দুই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিতেই মুখ রক্ষা হয়েছে ভারতের। তা না হলে নিউজিল্যান্ডের হেনরি যে তাণ্ডব শুরু করেছিলেন, তাতে দিন শেষে ৭ উইকেটে ২৩৯ রান সংগ্রহ হতো কিনা সন্দেহ ছিল।

সকালে জোড়া আঘাতে হেনরি ফেরান টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতীয় দুই ওপেনার শিখর ধাওয়ান ও মুরালি বিজয়কে। দলীয় ১ রানের মাথায় ধাওয়ান (১) বোল্ড হন কিউই পেসারের বলে। কিছুক্ষণ পর আবারও আঘাত হেনরির। এবার ৯ রান করা বিজয়কে উইকেটরক্ষকের গ্লাভসবন্দী করান তিনি। মাত্র ২৮ রানে ২ উইকেট হারিয়ে স্বাভাবিকভাবে চাপে পড়ে যায় ভারত। অধিনায়ক কোহলিও ফিরে গেলে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। এর পরই অবশ্য ভারত ঘুরে দাঁড়ায়। পূজারা ও রাহানের দৃঢ়তায় দিন শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৩৯। ইডেনে পূজারা প্রথম খেলেন ৮৭ রানের অনবদ্য ইনিংস। রাহানেও ৭৭ রানে আউট হন। প্রথম দিনে ৩৫ রানে ৩ উইকেট পান হেনরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর