Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৫
আফগানদের সিরিজ জয়ের প্রত্যয়
ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় আফগানরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা আর কোনো ভুল করেনি। মাশরাফিদের হারিয়ে সিরিজে সমতা নিয়ে আসে। আজ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া আফগানিস্তান। তবে বাস্তবতা সম্পর্কেও ভালো ধারণা আছে সফরকারীদের। কেননা ঘরের মাঠে বাংলাদেশ যে এর আগে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে সে বিষয়টিও মনে আছে। তবে আজ সতর্ক থেকেই সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামবে আফগানিস্তান। গতকাল সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ব্যাটসম্যান হাশমতুল্লাহ শাহিদী বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভয়ঙ্কর। তারা পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে টানা সিরিজ জিতেছে। তবুও আমরা সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের লক্ষ্য থাকবে, আগের দুই ম্যাচে আমরা যে ভুলগুলো করেছি সেগুলো যেন আর না হয়। ভালো খেলার টার্গেট নিয়েই আমরা মাঠে নামব।’

আজকের ম্যাচে এককভাবে কোনো দলকেই ফেবারিট ভাবতে চান না হাশমতুল্লাহ। তিনি বলেন, ‘দুই দলই ভালো। তবে দর্শক বাংলাদেশের পক্ষে থাকবে। এটা একটা বিষয়। আমি মনে করি, এই ম্যাচে যারা ভালো খেলবে তারাই জিতবে। সেক্ষেত্রে আমাদের যেমন সুযোগ আছে, তেমনি বাংলাদেশেরও জয়ের সুযোগ আছে।’

তৃতীয় ম্যাচে পেসার রুবেল হোসেনের জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন স্পিনার মোশাররফ হোসেন। বাড়তি স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। তবে এ নিয়েও মোটেও ভাবছে না আফগানিস্তান। শাহিদী বলেন, ‘কে খেলবে না খেলবে সেটার আমাদের দেখার বিষয় নয়। আমরা নিজেরা ভালো খেলতে চাই। আর ভালো খেলতে পারলে ভালো ফল অসম্ভব নয়।’

এই পাতার আরো খবর
up-arrow