Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪৭
চুক্তি স্বাক্ষর
চুক্তি স্বাক্ষর
প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ১৯৮৭ সালে আন্তর্জাতিক দাবায় গ্রান্ড মাস্টার খেতাবপ্রাপ্ত বাংলাদেশি দাবাড়ু নিয়াজ মোর্শেদ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) দাবা ক্লাবের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন। এ উপলক্ষে আইইউবির ডিভিশন অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে নিয়াজ মোর্শেদ আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাবায় বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন ও আইইউবির শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইফের সঙ্গে এক প্রীতি ম্যাচে অংশ নেন। বিজ্ঞপ্তি
up-arrow