রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চট্টগ্রাম আবাহনীর দারুণ জয়

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

জিতলেই ঢাকা আবাহনীকে টপকে পয়েন্ট টেবিলের তিনে ওঠার হাতছানি। এমন সমীকরণের ম্যাচে পা পিছলে যায়নি চট্টগ্রাম আবাহনীর। টিম বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে তৃতীয় স্থানে ওঠে আসে বন্দরনগরীর দল আবাহনী। ৯ ম্যাচে দলটির পয়েন্ট ১৮। দিনের দ্বিতীয় ম্যাচে আরামবাগ ৫-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে। সিলেট জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে চট্ট. আবাহনীর পক্ষে দুটি গোল করেন আগের ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করা সেইন্ট প্রিক্স। ম্যাচের প্রথম ও শেষ গোলটি আসে তার পা থেকে। তৃতীয় গোলটি করেন ইব্রাহিম। টিম বিজেএমসির একমাত্র গোলদাতা জাকির হোসেন জিকু। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় বন্দরনগরীর দলটি। জাহিদ হোসেনের কর্নারে উড়ে আসা বলে মাথা লাগিয়ে দলকে এগিয়ে দেন সেইন্ট প্রিক্স (১-০)। এগিয়ে যাওয়ার উৎসব শেষ হওয়ার আগেই গোল খেয়ে বসে আবাহনী। কাউন্টার অ্যাটাকে সমতা আনেন জাকির হোসেন জিকু (১-১)। ৬৮ মিনিটে চট্ট. আবাহনীকে আবারও এগিয়ে দেন মো. ইব্রাহিম (২-১)। প্রতিপক্ষের ডি বক্সে জটলায় বল পেয়ে ধীরে সুস্থে ঠাণ্ডা মাথায় গোল করেন দেশীয় এই ফরোয়ার্ড। পিছিয়ে থাকা টিম বিজেএমসি ম্যাচে যখন সমতা ফেরাতে মরিয়া, তখন একেবারে শেষমুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে আরেকটি গোল করেন প্রিক্স (৩-১)।

সর্বশেষ খবর