রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

২৩ কোটি টাকার দলবদল

ক্রীড়া প্রতিবেদক

২৩ কোটি টাকার দলবদল

একসময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব জুনিয়র, শাহাদাত হোসেন রাজিব, রাজিন সালেহ, তুষার ইমরান, ডলার মাহমুদ, সাজেদুল ইসলামরা। ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। এখনও খেলছেন। কিন্তু বিপিএলের চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফটে এদের নেয়নি সাত ফ্র্যাঞ্চাইজির কেউ। শুধু জাতীয় দলের এসব সাবেক ক্রিকেটারই নন, ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমার আসিফ আহমেদ রাতুল, ইমতিয়াজ হোসেন তান্না, তাসামুল হকদেরও নেয়নি কোনো দল।  সুযোগ পাননি অনুর্ধ্ব-১৯ দলের বেশ কয়েকজন ক্রিকেটারও। এমন পরিস্থিতি সত্ত্বেও সুযোগ পেয়েছেন বর্তমান জাতীয় দলের সব ক্রিকেটার। এ প্লাস ক্যাটাগরির সাত ক্রিকেটারের কোনো লটারি হয়নি। তবে ‘এ’ ক্যাটাগরির ১১ ক্রিকেটারকে লটারিতে বেেঁছ নিয়েছে দলগুলো। এবার পাঁচ ক্য্যাটাগরীতে ৩১৭ ক্রিকেটারকে ভাগ করা হয়। ‘এ’ প্লাস ক্যাটাগরীর সাকিব আল হাসানের পারিশ্রমিক ধরা হয় ৫৫ লাখ টাকা। মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা এবং সাব্বির রহমান রুম্মন ও সৌম্য সরকারের পারিশ্রমিক ধরা হয়েছে ৪০ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরী ২৫ লাখ, ‘বি’ ক্যাটাগরী ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরী ১২ লাখ ও ‘ডি’ ক্যাটাগরীর পারিশ্রমিক ৫ লাখ টাকা। শুক্রবার রাতে দল গোছাতে সাত ফ্রাঞ্চাইজি মোট খরচ হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৪০ হাজার টাকা।

সাত ফ্র্যাঞ্চাইজির খরচ (লাখের হিসাব)

ফ্র্যাঞ্চাইজি                    দেশি            বিদেশি খেলোয়াড়            মোট

চিটাগং ভাইকিংস            ২,৪৫,০০০০০     ১,৩২,৬০,০০০     ৩,৭৭, ৬০,০০০

খুলনা টাইটান্স               ১,৯৮,০০০০০    ১,৫৬,০০০০০      ৩,৫৪,০০০০০

ঢাকা ডায়নামাইটস           ২,০৬,০০০০০    ১,৩২,৬০,০০০     ৩,৩৮,৬০,০০০

রাজশাহী কিংস               ২,০১,০০০০০     ১,০৯,২০,০০০      ৩,১০,২০,০০০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স          ১,৯৯,০০০০০    ১,০১,৪০,০০০      ৩,০০,৪০,০০০

রংপুর রাইডার্স                ২,০৭,০০০০০     ৮৫,৮০,০০০       ২,৯২,৮০,০০০

বরিশাল বুলস                 ২,০১,০০০০০      ৮৫,৮০,০০০       ২,৮৬,৮০,০০০

মোট                          ১৪,৫৭,০০০০০      ৮,০৩,৪০,০০০     ২২,৬০,৪০,০০০

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর