রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ইনিয়েস্তার ৬০০তম ম্যাচ

ক্রীড়া ডেস্ক

ইনিয়েস্তার ৬০০তম ম্যাচ

বার্সেলোনার জার্সিতে আন্দ্রেস ইনিয়েস্তা ৬০০তম ম্যাচ খেলতে নামছেন আজ সেল্টা ভিগোর মাঠে। ২০০২ সাল থেকে বার্সেলোনার সিনিয়র দলে খেলছেন ইনিয়েস্তা। তখন লুইস এনরিকেও খেলতেন এই দলে। এক সময়কার সতীর্থকে এখন কোচিং করাচ্ছেন এনরিকে। ইনিয়েস্তা সম্পর্কে বলতে গিয়ে বার্সা কোচ আবেগী হয়ে যান। তিনি বলেন, ‘তার সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার। এখন আমি তার কোচ। সত্যিই এটা অসাধারণ ব্যাপার। তার গত ৫৯৯টা ম্যাচ ছিল অসাধারণ। এবার সে ৬০০তম ম্যাচ খেলতে নামছে।’ ইনিয়েস্তা বার্সেলোনার জার্সিতে ম্যাচ খেলার দিক থেকে কেবল জাভি হার্নান্দেজের পিছনে আছেন। জাভি ৭৬৭টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সিতে। লিওনেল মেসির যুগে জাভি-ইনিয়েস্তার অবদানও কম নয়। মেসির বিশ্বসেরা হয়ে উঠার পেছনে এ দুজনের ভূমিকা অনেক। এ কারণেই মেসি-মেকার বলা হয় জাভি-ইনিয়েস্তাকে। স্প্যানিশ এ মিডফিল্ডার জাভি বিদায় নেওয়ার পর থেকেই বার্সেলোনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর