সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আক্রমণাত্মক ক্রিকেট খেলবে ইংল্যান্ড

বাটলার

ক্রীড়া প্রতিবেদক

জস বাটলাররা ঢাকায় পা রাখেন শুক্রবার রাতে। অনুশীলনে আসেন গতকাল। বিকাল সাড়ে তিনটায় যখন ইংল্যান্ড ক্রিকেট দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে আসে, তখন চারিদিকে অঘোষিত কারফিউ বিরাজমান। লোকজনের চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। নিরাপত্তার চাদরে ঢাকা স্টেডিয়ামে ইংলিশরা অনুশীলন করে আড়াই ঘণ্টা। টানা অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে ইংলিশ অধিনায়ক বাটলার স্পষ্ট জানিয়ে দেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলাই ইংল্যান্ডের টার্গেট।

এক মাসের সফরে ইংল্যান্ড এখন ঢাকায়। সফরকারীরা শুরুতে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৭ ও ৯ অক্টোবর প্রথম দুই ওয়ানডে মিরপুরে এবং ১২ অক্টোবর দ্বিতীয় ওয়ানডে চট্টগ্রামে। আগামীকাল ৪ অক্টোবর নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে খেলবে প্রস্তুতিমূলক ওয়ানডে। ওয়ানডে সিরিজের পর ২০-২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ২৮ অক্টোবর-১ নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে ঢাকায়। পুরো এক মাসই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে দলটিকে। ইংল্যান্ড ঢাকায় এসেছে পাকিস্তানের সঙ্গে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে। বাংলাদেশ খেলবে আফগানিস্তান সিরিজে জয় এবং শততম ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে। ঘরের মাঠ বলে সুবিধাজনক অবস্থানে থাকবে বাংলাদেশ। এটা মাথায় রেখেই ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, ‘বাংলাদেশ হয়তো পরিচিত পরিবেশের সুবিধা পাবে। কিন্তু আমরা গত ১৮ মাস ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। আমরা চাই এখানেও সেটা অব্যাহত রাখতে। কন্ডিশন যেমনই হোক, আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব।’ আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেও বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন ইংলিশ অধিনায়ক, ‘বাংলাদেশ ঘরের মাঠে ভালো খেলছে। কিন্তু আমাদের ভাবনায় শুধুই আমরা। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। তারা সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছেন।’

সর্বশেষ খবর