সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দারুণ প্রত্যাবর্তন আশরাফুলের

ক্রীড়া প্রতিবেদক

দারুণ প্রত্যাবর্তন আশরাফুলের

শাস্তি কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ আশরাফুলের প্রত্যাবর্তনটা হলো দারুণভাবেই। আশরাফুল ফিরতে পারতেন আগের ম্যাচেই। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিশের পক্ষে মাঠে নামেন। কিন্তু বৃষ্টির কারণে খেলাটা ১৫ ওভারের বেশি হতে না পারায় আশরাফুল অপেক্ষায় ছিলেন। সেই প্রহর শেষ হলো, গতকাল খুলনা আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল তুলে নিয়েছেন ২ উইকেট। টসে জেতা ব্যাটিংয়ে নামা বরিশালকে ভালো থাকতে দেননি আশরাফুলই। প্রথমে শামসুর রহমানের ক্যাচে ফজলে মাহমুদকে আউট করার পর এলবিউব্লিউর ফাঁদে ফেলেন ফর্মে থাকা শাহরিয়ার নাফিসকে। আগের ম্যাচে ৭২ রানের দারুণ এক ইনিংস খেলা নাফিস এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আশরাফুলের বলে। তিনি আউট হন ৪৮ করে। ১৩ ওভারে বল করে ৫ মেডেনে মাত্র ২৩ রানে ২ উইকেট নিয়ে চমক দেখান দীর্ঘদিন নিষিদ্ধ থাকা আশরাফুল। মূলত ব্যাটসম্যান হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারে বোলিংয়েও কার্যকরী ভূমিকা রাখেন তিনি। ৬১ টেস্টে ২১ উইকেটই তার প্রমাণ প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৫ ম্যাচে এখনো পর্যন্ত তার উইকেট সংখ্যা ১৩৬।

সর্বশেষ খবর