Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:২২
ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আজ
ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সফরে আসতে সবুজ সংকেত দেওয়ার সময় একটি শর্ত জুড়ে দিয়েছিল ইংল্যান্ড। প্রস্তুতি ম্যাচটি সরিয়ে নিতে হবে নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়াম থেকে। বিসিবি সে বিষয়ে কিছু না বললেও সরিয়ে নিতে রাজিই ছিল। পরবর্তীতে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে কিছু জানায়নি। ফলে প্রস্তুতি ম্যাচটি পূর্ব নির্ধারিত ভেন্যু ফতুল্লা স্টেডিয়ামেই হচ্ছে আজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নামার আগে ইংল্যান্ড দল নিজেদের ঝালাই করার সুযোগ পাচ্ছে আজ। প্রতিপক্ষ বিসিবি একাদশ। দলটির অধিনায়ক আফগানিস্তান সিরিজে সাজঘরে বসে থাকা নাসির হোসেন। ৫০ ওভারের ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়। 

বিসিবি একাদশের দুটি নাম চমকে দিয়েছে ক্রিকেটমহলকে। এবাদত হোসেন ও আলি আহমেদ মানিক; ক্রিকেটমহলে একেবারে অপরিচিত নাম। মানিকের তুলনায় অবশ্য এবাদত অনেকটাই পরিচিত ক্রিকেটপ্রেমীদের কাছে। এবাদতকে নেওয়া হয়েছে পেসার হান্ট থেকে। সেখানে তিনি নিয়মিত ঘণ্টায় ৮০-৮৫ মাইল বোলিং করেছেন। সেজন্যই তাকে নেওয়া হয়েছে বিসিবি একাদশে। কিন্তু মানিকের অন্তর্ভুক্তি বিস্মিত করেছে সবাইকে। ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘকায় মানিক নিয়মিত বোলিং করেন জাতীয় দলের নেটে। আফগানিস্তান সিরিজেও বোলিং করেছেন নেটে। সেটা দেখেই মুগ্ধ বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্যারিবীয় লিজেন্ডারি ফাস্ট বোলার এতটাই মুগ্ধ হয়েছেন মানিকের বোলিংয়ে যে, টিম ম্যানেজমেন্টকে সুপারিশ করেছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশে রাখতে। টিম ম্যানেজমেন্ট দুই নতুন মুখ নিয়েই সাজিয়েছে বিসিবি একাদশ। ২০ বছর বয়সী মানিক একটি মাত্র প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ঢাকা বিভাগের হয়ে খুলনার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১২৯ রানে ৩ উইকেট নেন। প্রিমিয়ার ক্রিকেটে খেলেছিলেন সিসিএসের পক্ষে। দুই ম্যাচে উইকেট ছিল মাত্র ১টি।              

এই পাতার আরো খবর
up-arrow