Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৩ অক্টোবর, ২০১৬ ২৩:২৩
থিম্পুতে অ্যাওয়ে ম্যাচ
ক্যাম্পে যোগ দিলেন ডাক পাওয়া সবাই
ক্রীড়া প্রতিবেদক
ক্যাম্পে যোগ দিলেন ডাক পাওয়া সবাই

এশিয়া কাপ প্লে-অফ বাছাই পর্বে থিম্পুতে ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১০ অক্টোবর গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জিততে না পারলে বাছাই পর্বে খেলার সুযোগ হারাবে। কোচ সেইন্টফিটের অধীনে চলছে ক্যাম্প। গতকাল ৩২ জন খেলোয়াড়ই অনুশীলনে নামেন। এখান থেকে বাছাই করে চূড়ান্তভাবে ২৩ সদস্যের দল গঠন করা হবে। বাফুফে মিডিয়া ম্যানেজার আমিনুল ইসলাম বাবু জানান, ৭ অক্টোবর  দল থিম্পুতে যাবে। ক্যাম্পে সব খেলোয়াড়ই সুস্থ রয়েছে। অবসর ভেঙে দেশের নির্ভরযোগ্য ফুটবলার গতকাল ক্যাম্পে যোগ দেন। ঢাকায় হোম ম্যাচে দুই দেশের লড়াইয়ে গোলশূন্য ড্র হয়েছিল।

এই পাতার আরো খবর
up-arrow