মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিসিবির নিরাপত্তাকর্মীদের আলাদা পোশাক

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির নিরাপত্তাকর্মীদের আলাদা পোশাক

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে এক দর্শক মাঠে ঢুকে মাশরাফিকে জড়িয়ে ধরার ঘটনায় প্রতিনিয়ত নতুন নতুন তথ্য যোগ হচ্ছে। মেহেদী হাসান নামের ওই দর্শক ১০০ টাকার গ্যালারির টিকিট নিয়ে বিসিবির এক কর্মচারীর সহযোগিতায় গ্রান্ড স্ট্যান্ডে চলে আসেন। প্রথমে মাশরাফি দৌড় দিয়েছিলেন। তারপর দর্শককে জড়িয়ে ধরেন। ইউরোপে খেলার মাঠে এমন ঘটনা হরহামেশা ঘটলেও বাংলাদেশে এই প্রথম। তা ছাড়া নিরাপত্তা নিয়ে বর্তমান পরিস্থিতিতে এই ঘটনা হয়ে থাকলো একটি বাজে উদাহরণ।  সেদিন ওই দর্শককে ধরতে সঙ্গে সঙ্গে বিসিবির নিজস্ব নিরাপত্তাকর্মীরাও মাঠে প্রবেশ করেন। কিন্তু প্রথমে মাশরাফি তাদেরকেও দর্শক ভেবে ভয় পেয়েছিলেন। তাই দৌড় দিয়েছিলেন। নির্দিষ্ট কোনো পোশাক না থাকায় সাধারণ দর্শক ও বিসিবির নিরাপত্তাকর্মীদের আলাদা করে চেনা যায় না দ্রুত। সে কারণেই ইংল্যান্ড সিরিজে বিসিবির নিজস্ব নিরাপত্তাকর্মীদের নির্দিষ্ট একটি পোশাক দেওয়া হচ্ছে। যাতে সহজেই তাদেরকে চেনা যায়। গতকাল বিসিসির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এখন আর বিসিবির নিরাপত্তাকর্মীদের চিনতে সমস্যা হবে না। ইংল্যান্ড সিরিজ থেকে সবাইকে আলাদা পোশাক দেওয়া হবে।’ সেদিনের মাঠে প্রবেশকারী দর্শককে মাশরাফির অনুরোধের কারণে পরে ছেড়ে দিয়েছে পুলিশ। যদিও খেলার দিন মাঠে প্রবেশের সময় গেটে ব্যাপক তল্লাশি চালানো হয়। কিন্তু ভুত তো সর্ষের ভিতরই। কেননা দর্শক মেহেদী হাসানকে যেভাবে সাধারণ গ্যালারি থেকে ভিআইপিতে নিয়ে যাওয়া হয়েছে, একইভাবে বাইরের কাউকে বিনা টিকিটে যে মাঠে প্রবেশ করানো হয় না তা কি বলার উপায় আছে! তাই মেহেদী হাসানের বিষয়টিকে হালকাভাবে না দেখে এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।

সর্বশেষ খবর