মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শীর্ষে ওঠার সুযোগ হারাল বার্সা

ক্রীড়া ডেস্ক

শীর্ষে ওঠার সুযোগ হারাল বার্সা

অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ের পর স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের হার সুযোগ এনে দিয়েছিল বার্সেলোনার সামনে। শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারত কাতালানরা। সেল্টা ভিগোর মাঠে জয় পেলেই পয়েন্ট তালিকায় সবাইকে ছাড়িয়ে যেত লুইস এনরিকের শিষ্যরা। কিন্তু তা আর হলো কই! বরং গত মৌসুমের পুনরাবৃত্তিই ঘটল এবারেও। সেল্টা ভিগোর মাঠে খেলতে গিয়ে এবারেও চার গোল হজম করল বার্সেলোনা। পার্থক্য কেবল এতটুকু, গতবার বার্সেলোনা দিয়েছিল এক গোল এবার দিল তিন গোল। পরাজয়ের ব্যবধান ৪-৩! অবশ্য প্রথমার্ধেই কাতালানরা ৩-০ গোলে পিছিয়ে পড়ে! এমন পরাজয় বহুদিন পর দেখল বার্সেলোনা ভক্তরা। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাও জিততে পারে! এমন আশাই ছিল ভক্তদের। পিকের পাবল আর নেইমারের এক গোলে সে আশা বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিতও দিয়েছিল। কিন্তু শেষটায় তা আর হয়নি। সেল্টা ভিগোর মাঠে এমনকি ড্রটাও অর্জন করতে পারেনি মেসিহীন বার্সেলোনা। এমন পরাজয়ের হতাশ বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি আফসোস করে বলছেন, ‘আমাদের সামনে শীর্ষে উঠার সুযোগ ছিল। সেই সুযোগটা আমরা হারালাম।’ তবে প্রতিপক্ষ সেল্টা ভিগোকে যোগ্য সম্মান দিতে মোটেও কার্পণ্য করেননি এ স্প্যানিশ মিডফিল্ডার। তিনি বলেন, ‘যোগ্য হিসেবেই জিতেছে সেল্টা ভিগো। তারা সত্যিই আমাদের চেয়ে ভালো খেলেছে।’ নিজেদের ভুলের কথাও বলেছেন তিনি। ম্যাথুর আত্মঘাতী গোল সেল্টা ভিগোর জয়ে বড় অবদান রেখেছে। তাছাড়া গোলরক্ষক আর ডিফেন্ডাররাও নিজেদের দায়িত্ব পালন করতে পারেননি।  এদিকে রিয়াল মাদ্রিদ যেন জয়ের কথা ভুলেই গেছে। টানা চার ড্রয়ের পাহাড় এখন জিনেদিন জিদানের কাঁধে। অ্যাইবারের মতো দলের বিপক্ষেও ১-১ গোলের ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। বার্সেলোনার পরাজয় আর রিয়াল মাদ্রিদের ড্র অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য সুখবর হয়ে দেখা দিয়েছে। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে সাময়িকভাবে শীর্ষে উঠার বিষয়টা এখন একটা স্থায়িত্ব পেল। অন্তত সামনের অঘটন পর্যন্ত। অ্যাটলেটিকোর পরাজয় ছাড়াও বার্সা-রিয়ালের কেউই আর শীর্ষে উঠার সুযোগ পাচ্ছে না। এমনকি গোল ব্যবধানেও রিয়ালের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে তারা। অবশ্য মাদ্রিদের দুই ক্লাবেরই সংগ্রহ সমান ১৫ পয়েন্ট করে। বার্সেলোনা ১৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল। ১৪ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এসেছে সেভিয়া।

সর্বশেষ খবর