মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

টেস্টে শীর্ষে ভারত

ক্রীড়া ডেস্ক

নিজের ব্যাট জ্বলছে না। তবু বিরাট কোহলির নেতৃত্বে টেস্টে ভারত ভালোই দক্ষতার পরিচয় দিচ্ছে। গতকাল কলকাতায় দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডকে ১৭৮ রানে হারানোয় সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলো ভারত। কানপুরে হারার পর সিরিজে ফেরার সুযোগ ছিল নিউজিল্যান্ডের। কিন্তু তা আর হলো না। বরং স্বাগতিকরা যে জিততে যাচ্ছে ইডেনে দ্বিতীয় দিনেই পরিষ্কার হয়ে যায়। বিপর্যয় ঠেকাতে শেষ ইনিংসে লড়াইয়ের কিছুটা ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। শেষ পর্যন্ত ভারতের বোলিং দাপটে দাঁড়াতে পারেনি। একদিন আগেই কোহলিরা জিতে যায়। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিল ভারত। সিরিজ জয়ের আগে পাকিস্তানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে ছিল। ব্যাটিং অনুপযোগী উইকেটে ৩৭৬ রানের লক্ষ্যটা নিউজিল্যান্ডের জন্য ছিল অসম্ভবকে সম্ভব করার মতোই। অপেক্ষাটা ছিল টেস্ট পঞ্চম দিনে গড়ায় কিনা। চার ভারতীয় দুর্দান্ত বোলিংয়ে একদিন আগেই উৎসবে মেতে উঠল ইডেন। টম ল্যাথাম ও মার্টিন গাপটিল উদ্বোধনী জুটিতে তুলেছিলেন ৫৫ রান। এরপর কেউ আর সুবিধা করতে পারেনি।গাপটিলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অশ্বিন। দ্বিতীয় উইকেটে ল্যাথাম ও হেনরি নিকোলাসের জুটি ৪৯ রানের। এরপর আর জমাতে পারেননি কেউ। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেছেন লুক রাকি। শেষ ৮ উইকেট পড়েছে ৮২ রানের মধ্যে। দুই ভারতীয় স্পিনার অশ্বিন ও জাদেজার সঙ্গে সমান তালে বোলিং করেন মোহাম্মদ সামি। তিন জনেরই উইকেট তিনটি করে। সকালে ভারতের হয়ে আবারও শেষদিকে মহামূল্য এক ইনিংস খেলেন ঋদ্ধিমান সাহা। প্রথম ইনিংসে ৫৪ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন হার না মানা ৫৮ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর